প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা শিবিরে সকাল থেকে প্রাথমিক পর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে অর্ধশতাধিক অস্থায়ী টিকা কেন্দ্রে একযোগে এই কর্মসূচি শুরু হয়।
জানা যায়, রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ৫৬টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হচ্ছে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।
এ দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ শীল জানান,৭টি রোহিঙ্গা শিবিরে সকাল ৯টা থেকে শুরু হয়ে ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ১২টি কেন্দ্রের মাধ্যমে ৫৫ বছরের উর্ধ্বে ৭ হাজার ৯০০ নারী–পুরুষকে টিকা দেওয়া হবে। তাঁদের মধ্যে পুরুষ ৪ হাজার ২৯৯ আর মহিলা ৩ হাজার ৬০১ জন। শিবিরের জনসংখ্যা অনুযায়ী প্রতি বুথে গড়ে ৮০ থেকে ১২০ জন রোহিঙ্গাদের ৭ দিন পর্যন্ত টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান বলেন, রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ভ্যাকসিন জাতিসংঘের অধিভুক্ত আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ৫৬টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পে টিকাদান কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম সহ প্রায় ১৮ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে বলে জানান তিনি।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা শিবিরে সকাল থেকে প্রাথমিক পর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে অর্ধশতাধিক অস্থায়ী টিকা কেন্দ্রে একযোগে এই কর্মসূচি শুরু হয়।
জানা যায়, রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ৫৬টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হচ্ছে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।
এ দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ শীল জানান,৭টি রোহিঙ্গা শিবিরে সকাল ৯টা থেকে শুরু হয়ে ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ১২টি কেন্দ্রের মাধ্যমে ৫৫ বছরের উর্ধ্বে ৭ হাজার ৯০০ নারী–পুরুষকে টিকা দেওয়া হবে। তাঁদের মধ্যে পুরুষ ৪ হাজার ২৯৯ আর মহিলা ৩ হাজার ৬০১ জন। শিবিরের জনসংখ্যা অনুযায়ী প্রতি বুথে গড়ে ৮০ থেকে ১২০ জন রোহিঙ্গাদের ৭ দিন পর্যন্ত টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান বলেন, রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ভ্যাকসিন জাতিসংঘের অধিভুক্ত আন্তর্জাতিক সেবা সংস্থাগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ৫৬টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পে টিকাদান কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম সহ প্রায় ১৮ হাজার মানুষকে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে বলে জানান তিনি।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৭ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩৩ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৭ মিনিট আগে