কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ, গুলি-বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। এ সময় সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার কমান্ডারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার রাতে উপজেলার জামতলী রোহিঙ্গা শিবিরের ১৫ নম্বর ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন আরসা কমান্ডার মো. ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস (৩৭), মফিজুর রহমান প্রকাশ মুজিয়া (৩৮), এনায়েত উল্ল্যাহ (২৬) ও মোহাম্মদ জাবের প্রকাশ আমানুল্লাহ (২৭)। তাঁরা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে এই সুযোগে আরসার সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের জমায়েত এবং নাশকতা সৃষ্টির জন্য পরিকল্পনার সংবাদ পেয়ে র্যাব অভিযান চালায়।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একাধিক দল গতকাল (সোমবার) রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে নামে। এ সময় র্যাব সদস্যরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) একটি আস্তানা ঘিরে ফেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে।
জবাবে র্যাব সদস্যরাও পাল্টা ফাঁকা গুলি ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় আরসার কমান্ডারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
পরে আরসার আস্তানা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, দুটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড বিদেশি পিস্তলের কার্তুজ, পাঁচটি এলজির কার্তুজ, পাঁচটি বড় ককটেল, আটটি ছোট ককটেল ও বিভিন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব অধিনায়ক বলেন, সাম্প্রতিক সময়ে র্যাব রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭৬ জন আরসা কমান্ডার ও সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ, গুলি-বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। এ সময় সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার কমান্ডারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার রাতে উপজেলার জামতলী রোহিঙ্গা শিবিরের ১৫ নম্বর ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন আরসা কমান্ডার মো. ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস (৩৭), মফিজুর রহমান প্রকাশ মুজিয়া (৩৮), এনায়েত উল্ল্যাহ (২৬) ও মোহাম্মদ জাবের প্রকাশ আমানুল্লাহ (২৭)। তাঁরা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে এই সুযোগে আরসার সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের জমায়েত এবং নাশকতা সৃষ্টির জন্য পরিকল্পনার সংবাদ পেয়ে র্যাব অভিযান চালায়।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একাধিক দল গতকাল (সোমবার) রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে নামে। এ সময় র্যাব সদস্যরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) একটি আস্তানা ঘিরে ফেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে।
জবাবে র্যাব সদস্যরাও পাল্টা ফাঁকা গুলি ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় আরসার কমান্ডারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
পরে আরসার আস্তানা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, দুটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড বিদেশি পিস্তলের কার্তুজ, পাঁচটি এলজির কার্তুজ, পাঁচটি বড় ককটেল, আটটি ছোট ককটেল ও বিভিন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব অধিনায়ক বলেন, সাম্প্রতিক সময়ে র্যাব রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭৬ জন আরসা কমান্ডার ও সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৭ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে