কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় ছয় রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যেরও লাশ উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে বিজিবির সদস্য ও আগের দিন গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিখোঁজ ছয় রোহিঙ্গার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার বিজিবির সদস্য বিল্লাল হাসানের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতলে নিয়ে যাওয়া হয়। তিনি ওই এলাকার বজলুর রহমানের ছেলে। বিল্লাল টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবির ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, দীর্ঘ ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে আজ দুপুর ১২টার দিকে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি বিল্লালের মরদেহ শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের মাঝামাঝি গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বিল্লাল হাসানের মরদেহ বিজিবির কক্সবাজার রিজিয়ন দপ্তরে নেওয়া হয়। সেখানে মরদেহের গোসল ও প্রথম নামাজের পর বিজিবির সদস্যদের একটি দল বিল্লালের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয়। এ ছাড়া ৬ রোহিঙ্গার মরদেহ স্থানীয় প্রশাসনের সহায়তায় দমদমিয়া কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।
এর আগে গতকাল সকালে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় ছয় রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যেরও লাশ উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে বিজিবির সদস্য ও আগের দিন গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিখোঁজ ছয় রোহিঙ্গার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
উদ্ধার বিজিবির সদস্য বিল্লাল হাসানের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতলে নিয়ে যাওয়া হয়। তিনি ওই এলাকার বজলুর রহমানের ছেলে। বিল্লাল টেকনাফের শাহপরীর দ্বীপে বিজিবির ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, দীর্ঘ ৩২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে আজ দুপুর ১২টার দিকে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি বিল্লালের মরদেহ শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের মাঝামাঝি গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বিল্লাল হাসানের মরদেহ বিজিবির কক্সবাজার রিজিয়ন দপ্তরে নেওয়া হয়। সেখানে মরদেহের গোসল ও প্রথম নামাজের পর বিজিবির সদস্যদের একটি দল বিল্লালের মরদেহ কুমিল্লার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয়। এ ছাড়া ৬ রোহিঙ্গার মরদেহ স্থানীয় প্রশাসনের সহায়তায় দমদমিয়া কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।
এর আগে গতকাল সকালে নাফ নদীর মোহনা হয়ে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে সাগর উপকূল থেকে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে। নৌকাটি উদ্ধার করতে গিয়ে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য বিল্লাল।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১৫ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৭ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৭ মিনিট আগে