কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বৌদ্ধবিহার ভ্রমণে এসে মুগ্ধ ৩৪ কূটনীতিক। তাঁরা মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত বিহার পরিদর্শন করেন। হাজার বছরের পুরোনো পুরাকীর্তি দেখে কূটনীতিকরা বিমোহিত হন।
বাংলাদেশে নিযুক্ত ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ এই কূটনীতিকরা আজ বুধবার সকালে বৌদ্ধ বিহারে পৌঁছালে তাদের স্বাগত জানান বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথেরো। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনীয় স্থান ও উন্নয়ন কর্মকাণ্ড দেখতে একটি বিশেষ ট্রেনে করে কক্সবাজার আসেন কূটনীতিকরা।
এ সময় কূটনীতিকরা দুই হাজার ৩০০ বছরের পুরোনো মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত এই বিহার দেখে মুগ্ধ হন। তাঁরা সম্রাট অশোক, চীনা পর্যটক হিউয়েন সাং-এর আবক্ষ মূর্তিসহ বৌদ্ধ পুরাকীর্তি ঘুরে ঘুরে দেখেন।
বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথেরো বলেন, কূটনীতিকরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার অঞ্চলের বৌদ্ধ ইতিহাস, স্থাপনা এবং সমুদ্রসৈকতের অপার পর্যটন সম্ভাবনা বিশ্বের দরবারে তুলে ধরার কথা জানান। বিদেশি অতিথিরা বৌদ্ধ বিহার ও সমুদ্রসৈকতের সৌন্দর্যে বিমোহিত হয়েছেন।
কূটনীতিকদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঐতিহ্যবাহী পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়। পরে কূটনীতিকরা সমুদ্র সৈকতের লাবনীর টুরিস্ট মার্কেটে যান, ঝিনুকের দোকানসহ অন্যান্য হস্তজাত পণ্যের দোকান পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক মঙ্গলবার ট্রেনে চড়ে কক্সবাজারে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ প্রোগ্রামের আওতায় যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য ২ দিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আসেন।
আজ বুধবার দর্শনীয় স্থান পরিদর্শন শেষে বিকেলে বিমানযোগে কূটনীতিকদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বৌদ্ধবিহার ভ্রমণে এসে মুগ্ধ ৩৪ কূটনীতিক। তাঁরা মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত বিহার পরিদর্শন করেন। হাজার বছরের পুরোনো পুরাকীর্তি দেখে কূটনীতিকরা বিমোহিত হন।
বাংলাদেশে নিযুক্ত ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ এই কূটনীতিকরা আজ বুধবার সকালে বৌদ্ধ বিহারে পৌঁছালে তাদের স্বাগত জানান বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথেরো। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনীয় স্থান ও উন্নয়ন কর্মকাণ্ড দেখতে একটি বিশেষ ট্রেনে করে কক্সবাজার আসেন কূটনীতিকরা।
এ সময় কূটনীতিকরা দুই হাজার ৩০০ বছরের পুরোনো মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত এই বিহার দেখে মুগ্ধ হন। তাঁরা সম্রাট অশোক, চীনা পর্যটক হিউয়েন সাং-এর আবক্ষ মূর্তিসহ বৌদ্ধ পুরাকীর্তি ঘুরে ঘুরে দেখেন।
বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথেরো বলেন, কূটনীতিকরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার অঞ্চলের বৌদ্ধ ইতিহাস, স্থাপনা এবং সমুদ্রসৈকতের অপার পর্যটন সম্ভাবনা বিশ্বের দরবারে তুলে ধরার কথা জানান। বিদেশি অতিথিরা বৌদ্ধ বিহার ও সমুদ্রসৈকতের সৌন্দর্যে বিমোহিত হয়েছেন।
কূটনীতিকদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঐতিহ্যবাহী পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়। পরে কূটনীতিকরা সমুদ্র সৈকতের লাবনীর টুরিস্ট মার্কেটে যান, ঝিনুকের দোকানসহ অন্যান্য হস্তজাত পণ্যের দোকান পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক মঙ্গলবার ট্রেনে চড়ে কক্সবাজারে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ প্রোগ্রামের আওতায় যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য ২ দিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আসেন।
আজ বুধবার দর্শনীয় স্থান পরিদর্শন শেষে বিকেলে বিমানযোগে কূটনীতিকদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
৮ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
২০ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
৪১ মিনিট আগে