কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বৌদ্ধবিহার ভ্রমণে এসে মুগ্ধ ৩৪ কূটনীতিক। তাঁরা মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত বিহার পরিদর্শন করেন। হাজার বছরের পুরোনো পুরাকীর্তি দেখে কূটনীতিকরা বিমোহিত হন।
বাংলাদেশে নিযুক্ত ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ এই কূটনীতিকরা আজ বুধবার সকালে বৌদ্ধ বিহারে পৌঁছালে তাদের স্বাগত জানান বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথেরো। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনীয় স্থান ও উন্নয়ন কর্মকাণ্ড দেখতে একটি বিশেষ ট্রেনে করে কক্সবাজার আসেন কূটনীতিকরা।
এ সময় কূটনীতিকরা দুই হাজার ৩০০ বছরের পুরোনো মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত এই বিহার দেখে মুগ্ধ হন। তাঁরা সম্রাট অশোক, চীনা পর্যটক হিউয়েন সাং-এর আবক্ষ মূর্তিসহ বৌদ্ধ পুরাকীর্তি ঘুরে ঘুরে দেখেন।
বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথেরো বলেন, কূটনীতিকরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার অঞ্চলের বৌদ্ধ ইতিহাস, স্থাপনা এবং সমুদ্রসৈকতের অপার পর্যটন সম্ভাবনা বিশ্বের দরবারে তুলে ধরার কথা জানান। বিদেশি অতিথিরা বৌদ্ধ বিহার ও সমুদ্রসৈকতের সৌন্দর্যে বিমোহিত হয়েছেন।
কূটনীতিকদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঐতিহ্যবাহী পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়। পরে কূটনীতিকরা সমুদ্র সৈকতের লাবনীর টুরিস্ট মার্কেটে যান, ঝিনুকের দোকানসহ অন্যান্য হস্তজাত পণ্যের দোকান পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক মঙ্গলবার ট্রেনে চড়ে কক্সবাজারে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ প্রোগ্রামের আওতায় যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য ২ দিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আসেন।
আজ বুধবার দর্শনীয় স্থান পরিদর্শন শেষে বিকেলে বিমানযোগে কূটনীতিকদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বৌদ্ধবিহার ভ্রমণে এসে মুগ্ধ ৩৪ কূটনীতিক। তাঁরা মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত বিহার পরিদর্শন করেন। হাজার বছরের পুরোনো পুরাকীর্তি দেখে কূটনীতিকরা বিমোহিত হন।
বাংলাদেশে নিযুক্ত ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ এই কূটনীতিকরা আজ বুধবার সকালে বৌদ্ধ বিহারে পৌঁছালে তাদের স্বাগত জানান বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথেরো। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনীয় স্থান ও উন্নয়ন কর্মকাণ্ড দেখতে একটি বিশেষ ট্রেনে করে কক্সবাজার আসেন কূটনীতিকরা।
এ সময় কূটনীতিকরা দুই হাজার ৩০০ বছরের পুরোনো মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত এই বিহার দেখে মুগ্ধ হন। তাঁরা সম্রাট অশোক, চীনা পর্যটক হিউয়েন সাং-এর আবক্ষ মূর্তিসহ বৌদ্ধ পুরাকীর্তি ঘুরে ঘুরে দেখেন।
বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথেরো বলেন, কূটনীতিকরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার অঞ্চলের বৌদ্ধ ইতিহাস, স্থাপনা এবং সমুদ্রসৈকতের অপার পর্যটন সম্ভাবনা বিশ্বের দরবারে তুলে ধরার কথা জানান। বিদেশি অতিথিরা বৌদ্ধ বিহার ও সমুদ্রসৈকতের সৌন্দর্যে বিমোহিত হয়েছেন।
কূটনীতিকদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঐতিহ্যবাহী পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়। পরে কূটনীতিকরা সমুদ্র সৈকতের লাবনীর টুরিস্ট মার্কেটে যান, ঝিনুকের দোকানসহ অন্যান্য হস্তজাত পণ্যের দোকান পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক মঙ্গলবার ট্রেনে চড়ে কক্সবাজারে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ প্রোগ্রামের আওতায় যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য ২ দিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আসেন।
আজ বুধবার দর্শনীয় স্থান পরিদর্শন শেষে বিকেলে বিমানযোগে কূটনীতিকদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে