Ajker Patrika

চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
আপডেট : ২৫ জুন ২০২৫, ১৭: ০৪
চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দুই আসামি। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার মিনাজপুর বানপুর গ্রামের পূর্বপাড়ার মৃত আব্দুল খালেক এবং আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ঈদগাহ পাড়ার নাজমুল হক।

জীবননগর থানার মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ জুন এক মেয়েশিশুকে ডালিম দেওয়ার কথা বলে বাগানের ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে খালেককে আসামি করে পরদিন জীবননগর থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন একই বছরের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।

অন্যদিকে আলমডাঙ্গা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বাড়িতে ঢুকে বন্ধুর কিশোরী বোনকে ধর্ষণ করেন নাজমুল। সেই সঙ্গে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। এতে নাজমুলকে অভিযুক্ত করে ২০২২ সালের ২৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন থানার তৎকালীন উপপরিদর্শক খসরু আলম।

রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শাহজাহান মুকুল বলেন, দুটি মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে উভয় আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। রায়ে ভুক্তভোগীদের পরিবার সন্তুষ্ট। এসব রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত