চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার মিনাজপুর বানপুর গ্রামের পূর্বপাড়ার মৃত আব্দুল খালেক এবং আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ঈদগাহ পাড়ার নাজমুল হক।
জীবননগর থানার মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ জুন এক মেয়েশিশুকে ডালিম দেওয়ার কথা বলে বাগানের ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে খালেককে আসামি করে পরদিন জীবননগর থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন একই বছরের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।
অন্যদিকে আলমডাঙ্গা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বাড়িতে ঢুকে বন্ধুর কিশোরী বোনকে ধর্ষণ করেন নাজমুল। সেই সঙ্গে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। এতে নাজমুলকে অভিযুক্ত করে ২০২২ সালের ২৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন থানার তৎকালীন উপপরিদর্শক খসরু আলম।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শাহজাহান মুকুল বলেন, দুটি মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে উভয় আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। রায়ে ভুক্তভোগীদের পরিবার সন্তুষ্ট। এসব রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

চুয়াডাঙ্গায় পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জীবননগর উপজেলার মিনাজপুর বানপুর গ্রামের পূর্বপাড়ার মৃত আব্দুল খালেক এবং আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ঈদগাহ পাড়ার নাজমুল হক।
জীবননগর থানার মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ জুন এক মেয়েশিশুকে ডালিম দেওয়ার কথা বলে বাগানের ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে খালেককে আসামি করে পরদিন জীবননগর থানায় ধর্ষণ মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন একই বছরের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।
অন্যদিকে আলমডাঙ্গা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর বাড়িতে ঢুকে বন্ধুর কিশোরী বোনকে ধর্ষণ করেন নাজমুল। সেই সঙ্গে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ১৯ ডিসেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। এতে নাজমুলকে অভিযুক্ত করে ২০২২ সালের ২৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন থানার তৎকালীন উপপরিদর্শক খসরু আলম।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শাহজাহান মুকুল বলেন, দুটি মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে উভয় আসামিকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। রায়ে ভুক্তভোগীদের পরিবার সন্তুষ্ট। এসব রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে