Ajker Patrika

জীবননগর মডেল মসজিদের পাশ থেকে গুলিসহ পিস্তল উদ্ধার

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি 
জীবননগর মডেল মসজিদের পাশ থেকে গুলিসহ পিস্তল উদ্ধার
উদ্ধার হওয়া পিস্তল। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগর মডেল মসজিদের পাশ থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে জীবননগর মডেল মসজিদের উত্তর পাশে জাকাউল্লার পরিত্যক্ত বাঁশের বেড়ার টিনশেড থেকে জীবননগর থানার পুলিশ পিস্তলটি উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সেখানে কাজ করা শ্রমিক ওয়াজেদ বলেন, ‘আমরা কয়েকজন এখানে বাঁশের শেডের ঘর সরানোর কাজ করছিলাম আর কয়েকজন মাটি কাটার কাজ করছিল। আমি ঘর সরানোর কাজ করতে গিয়ে ঝুড়ির নিচে একটি পলিথিনে ভারী কিছু পেয়ে প্রথমে ভেবেছিলাম কোনো লোহার জিনিস। পরে পলিথিন খুলে দেখি পিস্তল।

তিনি আরও বলেন, পিস্তল দেখার পর আমাদের মহাজন জাকাউল্লাকে খবর দেওয়া হয়। পরে তিনি পুলিশকে খবর দিয়ে আমাদের এখানে আসে। এরপর পুলিশ এসে পিস্তল আর পাঁচটি গুলি উদ্ধার করে নিয়ে যায়।

শ্রমিকদের সর্দার মজনুন রহমান বলেন, ওয়াজেদ ঘর সরানোর কাজ করছিল আর আমরা মাটি কাটার কাজ করছিলাম। এ সময় ওয়াজেদ পিস্তল দেখে আমাদের জানায়। পরে জমির মালিক জাকাউল্লাকে খবর দিলে তিনি পুলিশকে জানান। পুলিশ এসে পিস্তলটি উদ্ধার করে নিয়ে যায়।

পিস্তল উদ্ধার করা জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সেখান থেকে পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। পিস্তলের ম্যাগাজিন ঠিক ছিল, তবে টিগার ছিল না। পিস্তলটি ভালো মনে হচ্ছে। এতে মেইড ইন ইউএস লেখা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত