
চার বছর আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন ভারতীয় নাগরিক দীপক কুমার ঠাকুর (৩৫)। আদালত অনুপ্রবেশের দায়ে তাঁকে ৪ বছরের জেল দেন।
সেই সাজা শেষ হওয়ায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তাঁকে ভারতে ফেরত পাঠানোর জন্য চুয়াডাঙ্গার দর্শনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠকে বিএসএফ আইনের জটিলতা দেখিয়ে দীপককে দেশে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করে। ফলে আবার কারাগারে পাঠানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিহার রাজ্যের সমস্তিপুর জেলার ওয়ারিশ নগর থানার মনিহার গ্রামের রাম নরেশ ঠাকুরের ছেলে দীপক কুমার ঠাকুরকে ২০১৯ সালে বাংলাদেশের পিরোজপুরে গ্রেপ্তার করে পুলিশ। অনুপ্রবেশের দায়ে ৪ বছর জেল হয় তাঁর। সাজা শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে দীপককে ভারতে পাঠানোর জন্য বিএসএফকে চিঠি দেয় বিজিবি। পরে জয়নগর চেকপোস্ট শূন্য রেখায় পতাকা বৈঠক বসে।
বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, দীপকের কোনো অভিভাবক না আসায় তাঁকে ফেরত নেওয়া সম্ভব হচ্ছে না। দীপকের অভিভাবকের সন্ধান পাওয়া গেলে তাঁকে ফেরত নেওয়া হবে। এ কারণে দীপককে আবার বিজিবি পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পরে পুলিশ তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠায়।
বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্ট আই সিপির ইনচার্জ আব্দুল জলিল, দর্শনা থানার এসআই সোহেল রানা, দর্শনা ইমিগ্রেশনের এসআই মোর্শদ, এসআই আবু হানিফ, এএসআই আব্দুল মমিন, বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফের কোম্পানি কমান্ডার বিধাস চন্দ্র।

চার বছর আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন ভারতীয় নাগরিক দীপক কুমার ঠাকুর (৩৫)। আদালত অনুপ্রবেশের দায়ে তাঁকে ৪ বছরের জেল দেন।
সেই সাজা শেষ হওয়ায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তাঁকে ভারতে ফেরত পাঠানোর জন্য চুয়াডাঙ্গার দর্শনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠকে বিএসএফ আইনের জটিলতা দেখিয়ে দীপককে দেশে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করে। ফলে আবার কারাগারে পাঠানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিহার রাজ্যের সমস্তিপুর জেলার ওয়ারিশ নগর থানার মনিহার গ্রামের রাম নরেশ ঠাকুরের ছেলে দীপক কুমার ঠাকুরকে ২০১৯ সালে বাংলাদেশের পিরোজপুরে গ্রেপ্তার করে পুলিশ। অনুপ্রবেশের দায়ে ৪ বছর জেল হয় তাঁর। সাজা শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে দীপককে ভারতে পাঠানোর জন্য বিএসএফকে চিঠি দেয় বিজিবি। পরে জয়নগর চেকপোস্ট শূন্য রেখায় পতাকা বৈঠক বসে।
বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, দীপকের কোনো অভিভাবক না আসায় তাঁকে ফেরত নেওয়া সম্ভব হচ্ছে না। দীপকের অভিভাবকের সন্ধান পাওয়া গেলে তাঁকে ফেরত নেওয়া হবে। এ কারণে দীপককে আবার বিজিবি পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পরে পুলিশ তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠায়।
বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্ট আই সিপির ইনচার্জ আব্দুল জলিল, দর্শনা থানার এসআই সোহেল রানা, দর্শনা ইমিগ্রেশনের এসআই মোর্শদ, এসআই আবু হানিফ, এএসআই আব্দুল মমিন, বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফের কোম্পানি কমান্ডার বিধাস চন্দ্র।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৮ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে