চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কৃষিপণ্য পরিবহনে ট্রেনে লাগেজ ভ্যানের চার দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে জেলা কৃষক জোট। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই মানববন্ধন করেন কৃষক নেতারা।
চার দফা দাবগুলো হলো—অল্প খরচে কৃষকের ফল, ফসল ও সবজি পরিবহনের জন্য ট্রেনের সঙ্গে সংযুক্ত লাগেজ ভ্যানের ব্যবস্থা করা, লাগেজ ভ্যানে কী কী মালামাল পরিবহন করা যাবে, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার পরিমাণ নির্ধারণ করা, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার তালিকা বিল বোর্ডের মাধ্যমে স্টেশনের ভেতরে ও বাইরে প্রদর্শন করা, কৃষকেরা যাতে মাঠ বা বাড়ি থেকেই মালামাল বুকিং, ক্যানসেল ও মালামাল পরিবহনের প্রয়োজনীয় তথ্য পেতে পারে তার ব্যবস্থা করা।
মানববন্ধনে কৃষক জোটের নেতারা বলেন, চুয়াডাঙ্গার জেলার উৎপাদিত সবজি ট্রেনে পরিবহন করতে কোনো কার্যকর পরিকল্পনা করা হয়নি। ফলে লাগেজ ভ্যানগুলো কৃষকের কাজে আসছে না। এতে বাংলাদেশ বিপুল পরিমাণ রেলওয়ের রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশনমাস্টারের সঙ্গে বারবার যোগাযোগ করেও ফল পাওয়া যায়নি।
তাঁরা আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের নেতারা গত ৯ জুলাই রাজশাহী গিয়ে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারের (সিসিএম) সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কৃষকদের সমস্যা তুলে ধরে লাগেজ ভ্যানগুলো কার্যকরভাবে পরিচালনার দাবি জানানো হয়।
কৃষক জোট নেতার কথা শুনে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) বলেছিলেন, লাগেজ ভ্যান পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আরও কিছুর প্রয়োজন হলে স্টেশনমাস্টার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন।
মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস এম আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদস্য জাহানারা বেগম, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ।

চুয়াডাঙ্গায় কৃষিপণ্য পরিবহনে ট্রেনে লাগেজ ভ্যানের চার দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে জেলা কৃষক জোট। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই মানববন্ধন করেন কৃষক নেতারা।
চার দফা দাবগুলো হলো—অল্প খরচে কৃষকের ফল, ফসল ও সবজি পরিবহনের জন্য ট্রেনের সঙ্গে সংযুক্ত লাগেজ ভ্যানের ব্যবস্থা করা, লাগেজ ভ্যানে কী কী মালামাল পরিবহন করা যাবে, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার পরিমাণ নির্ধারণ করা, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার তালিকা বিল বোর্ডের মাধ্যমে স্টেশনের ভেতরে ও বাইরে প্রদর্শন করা, কৃষকেরা যাতে মাঠ বা বাড়ি থেকেই মালামাল বুকিং, ক্যানসেল ও মালামাল পরিবহনের প্রয়োজনীয় তথ্য পেতে পারে তার ব্যবস্থা করা।
মানববন্ধনে কৃষক জোটের নেতারা বলেন, চুয়াডাঙ্গার জেলার উৎপাদিত সবজি ট্রেনে পরিবহন করতে কোনো কার্যকর পরিকল্পনা করা হয়নি। ফলে লাগেজ ভ্যানগুলো কৃষকের কাজে আসছে না। এতে বাংলাদেশ বিপুল পরিমাণ রেলওয়ের রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশনমাস্টারের সঙ্গে বারবার যোগাযোগ করেও ফল পাওয়া যায়নি।
তাঁরা আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের নেতারা গত ৯ জুলাই রাজশাহী গিয়ে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারের (সিসিএম) সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কৃষকদের সমস্যা তুলে ধরে লাগেজ ভ্যানগুলো কার্যকরভাবে পরিচালনার দাবি জানানো হয়।
কৃষক জোট নেতার কথা শুনে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) বলেছিলেন, লাগেজ ভ্যান পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আরও কিছুর প্রয়োজন হলে স্টেশনমাস্টার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন।
মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস এম আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদস্য জাহানারা বেগম, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ।

ঢাকার ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড এবং তিনজনকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
১০ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৪০ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে