রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে আজ রোববার ভোট গ্রহণ হবে। এতে ৯৭টির মধ্যে ৬৬টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে জানানো হয়েছে, ১০টির মধ্যে ৩টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। ৭টিতে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী নির্বাচন করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও নারী সদস্য পদে ৯৬ জন নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন। ৪ জন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৭ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এতে দুই ওয়ার্ডের দুটি কেন্দ্রে এবার কোনো ভোট গ্রহণ করা হচ্ছে না। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৮৩৮ জন।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তর চরআবাবিল ইউনিয়নে ৯টির মধ্যে ৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া উত্তর চরবংশী ইউনিয়নে ১৩টির মধ্যে ৮টি, চরমোহনা ইউনিয়নে ১১টির মধ্যে ৬টি, চরপাতা ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, কেরোয়া ইউনিয়নে ১২টির মধ্যে ১০টি, বামনী ইউনিয়নের ৯টির মধ্যে ৭টি, দণি চরবংশী ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে ৯টির মধ্যে ৬টি, রায়পুর ইউনিয়নে ৯টির মধ্যে ৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ‘পরিস্থিতি মূল্যায়ন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৬৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে পুলিশের পক্ষ থেকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আয়োজনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রের নির্দিষ্ট জনবল ছাড়াও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ৪ প্লাটুন বিজিবি ও পুলিশের ৪টি দল ভ্রাম্যমাণ হিসেবে কাজ করবে। বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে আজ রোববার ভোট গ্রহণ হবে। এতে ৯৭টির মধ্যে ৬৬টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে জানানো হয়েছে, ১০টির মধ্যে ৩টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। ৭টিতে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী নির্বাচন করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও নারী সদস্য পদে ৯৬ জন নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন। ৪ জন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৭ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এতে দুই ওয়ার্ডের দুটি কেন্দ্রে এবার কোনো ভোট গ্রহণ করা হচ্ছে না। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৮৩৮ জন।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তর চরআবাবিল ইউনিয়নে ৯টির মধ্যে ৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া উত্তর চরবংশী ইউনিয়নে ১৩টির মধ্যে ৮টি, চরমোহনা ইউনিয়নে ১১টির মধ্যে ৬টি, চরপাতা ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, কেরোয়া ইউনিয়নে ১২টির মধ্যে ১০টি, বামনী ইউনিয়নের ৯টির মধ্যে ৭টি, দণি চরবংশী ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে ৯টির মধ্যে ৬টি, রায়পুর ইউনিয়নে ৯টির মধ্যে ৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ‘পরিস্থিতি মূল্যায়ন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৬৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে পুলিশের পক্ষ থেকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আয়োজনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রের নির্দিষ্ট জনবল ছাড়াও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ৪ প্লাটুন বিজিবি ও পুলিশের ৪টি দল ভ্রাম্যমাণ হিসেবে কাজ করবে। বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে