নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে পরীক্ষায় দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রমিত দুজনই মহানগর এলাকার বাসিন্দা।
দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় নতুন করে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ডা. জাহাঙ্গীর বলেন, ‘করোনা মোকাবিলায় আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড টেস্ট শুরু হবে। এরপর ধাপে ধাপে অন্য স্থানেও পরীক্ষার ব্যবস্থা করা হবে।’
তবে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেবা বর্তমানে বন্ধ রয়েছে। হাসপাতালটির ১৮টি আইসিইউ শয্যার ভেন্টিলেটরগুলো অচল হয়ে পড়ায় গত এপ্রিলের শুরু থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র কার্যত বন্ধ। অন্যদিকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেসে (বিআইটিআইডি) পাঁচটি আইসিইউ শয্যা থাকলেও সেখানে নেই ভেন্টিলেটরের সুবিধা।
সরকারি পর্যায়ে করোনাভাইরাস শনাক্তের কিটের স্বল্পতাও রয়েছে। বর্তমানে চট্টগ্রামে যে কিটগুলো আছে, সেগুলোর বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন বলেন, ‘কয়েক দিনের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে বলে আশা করছি। অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত রয়েছে এবং হাসপাতালগুলোর প্রস্তুতির কাজ চলমান।’
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে জানায়, ভারতের ‘এনবি ১.৮.১’ নামের করোনাভাইরাসের একটি নতুন ধরন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এ ধরনটির সংক্রমণ ছড়াতে শুরু করেছে বলে জানা গেছে। এই ধরনটির সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি এবং এটি দ্রুত ছড়ায়।

চট্টগ্রামে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে পরীক্ষায় দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রমিত দুজনই মহানগর এলাকার বাসিন্দা।
দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় নতুন করে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ডা. জাহাঙ্গীর বলেন, ‘করোনা মোকাবিলায় আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড টেস্ট শুরু হবে। এরপর ধাপে ধাপে অন্য স্থানেও পরীক্ষার ব্যবস্থা করা হবে।’
তবে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেবা বর্তমানে বন্ধ রয়েছে। হাসপাতালটির ১৮টি আইসিইউ শয্যার ভেন্টিলেটরগুলো অচল হয়ে পড়ায় গত এপ্রিলের শুরু থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র কার্যত বন্ধ। অন্যদিকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেসে (বিআইটিআইডি) পাঁচটি আইসিইউ শয্যা থাকলেও সেখানে নেই ভেন্টিলেটরের সুবিধা।
সরকারি পর্যায়ে করোনাভাইরাস শনাক্তের কিটের স্বল্পতাও রয়েছে। বর্তমানে চট্টগ্রামে যে কিটগুলো আছে, সেগুলোর বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন বলেন, ‘কয়েক দিনের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে বলে আশা করছি। অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত রয়েছে এবং হাসপাতালগুলোর প্রস্তুতির কাজ চলমান।’
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে জানায়, ভারতের ‘এনবি ১.৮.১’ নামের করোনাভাইরাসের একটি নতুন ধরন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এ ধরনটির সংক্রমণ ছড়াতে শুরু করেছে বলে জানা গেছে। এই ধরনটির সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি এবং এটি দ্রুত ছড়ায়।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪৩ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে