নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে পরীক্ষায় দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রমিত দুজনই মহানগর এলাকার বাসিন্দা।
দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় নতুন করে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ডা. জাহাঙ্গীর বলেন, ‘করোনা মোকাবিলায় আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড টেস্ট শুরু হবে। এরপর ধাপে ধাপে অন্য স্থানেও পরীক্ষার ব্যবস্থা করা হবে।’
তবে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেবা বর্তমানে বন্ধ রয়েছে। হাসপাতালটির ১৮টি আইসিইউ শয্যার ভেন্টিলেটরগুলো অচল হয়ে পড়ায় গত এপ্রিলের শুরু থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র কার্যত বন্ধ। অন্যদিকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেসে (বিআইটিআইডি) পাঁচটি আইসিইউ শয্যা থাকলেও সেখানে নেই ভেন্টিলেটরের সুবিধা।
সরকারি পর্যায়ে করোনাভাইরাস শনাক্তের কিটের স্বল্পতাও রয়েছে। বর্তমানে চট্টগ্রামে যে কিটগুলো আছে, সেগুলোর বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন বলেন, ‘কয়েক দিনের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে বলে আশা করছি। অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত রয়েছে এবং হাসপাতালগুলোর প্রস্তুতির কাজ চলমান।’
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে জানায়, ভারতের ‘এনবি ১.৮.১’ নামের করোনাভাইরাসের একটি নতুন ধরন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এ ধরনটির সংক্রমণ ছড়াতে শুরু করেছে বলে জানা গেছে। এই ধরনটির সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি এবং এটি দ্রুত ছড়ায়।

চট্টগ্রামে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে পরীক্ষায় দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রমিত দুজনই মহানগর এলাকার বাসিন্দা।
দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় নতুন করে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ডা. জাহাঙ্গীর বলেন, ‘করোনা মোকাবিলায় আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড টেস্ট শুরু হবে। এরপর ধাপে ধাপে অন্য স্থানেও পরীক্ষার ব্যবস্থা করা হবে।’
তবে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেবা বর্তমানে বন্ধ রয়েছে। হাসপাতালটির ১৮টি আইসিইউ শয্যার ভেন্টিলেটরগুলো অচল হয়ে পড়ায় গত এপ্রিলের শুরু থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র কার্যত বন্ধ। অন্যদিকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেসে (বিআইটিআইডি) পাঁচটি আইসিইউ শয্যা থাকলেও সেখানে নেই ভেন্টিলেটরের সুবিধা।
সরকারি পর্যায়ে করোনাভাইরাস শনাক্তের কিটের স্বল্পতাও রয়েছে। বর্তমানে চট্টগ্রামে যে কিটগুলো আছে, সেগুলোর বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন বলেন, ‘কয়েক দিনের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে বলে আশা করছি। অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত রয়েছে এবং হাসপাতালগুলোর প্রস্তুতির কাজ চলমান।’
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে জানায়, ভারতের ‘এনবি ১.৮.১’ নামের করোনাভাইরাসের একটি নতুন ধরন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এ ধরনটির সংক্রমণ ছড়াতে শুরু করেছে বলে জানা গেছে। এই ধরনটির সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি এবং এটি দ্রুত ছড়ায়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
৭ ঘণ্টা আগে