বাসস, ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাহাড়ে সব রকমের সহিংসতাসহ সমস্যার মূল কারণ হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাবাজি বন্ধ না করলে পাহাড়ের সমস্যা সমাধান হবে না।
আজ বৃহস্পতিবার সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরে রাঙামাটি বিজিবি সেক্টর আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় যেসব অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার করতে পারলে সমস্যা অনেক কমে যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তাসহ সীমান্তে অবৈধ অস্ত্রের চোরাচালান বন্ধে পার্বত্য এলাকায় বিজিবির ক্যাম্প বাড়ানো হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে উন্নয়ন কার্যক্রমের বেশির ভাগই শহরকেন্দ্রিক। সরকারের উন্নয়নের কার্যক্রম পাহাড়ের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি উন্নয়নের সুফল যেন সাধারণ জনগণ ভোগ করতে পারেন, সেদিকে লক্ষ রাখতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন, তারা দেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে। তাদের বিরুদ্ধে সজাগ থেকে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, পিলখানা অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াছির জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের যুগ্ম চিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপমহাপরিচালক (পূর্ত) কর্নেল সোহেল আহমেদ, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাহাড়ে সব রকমের সহিংসতাসহ সমস্যার মূল কারণ হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাবাজি বন্ধ না করলে পাহাড়ের সমস্যা সমাধান হবে না।
আজ বৃহস্পতিবার সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরে রাঙামাটি বিজিবি সেক্টর আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় যেসব অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার করতে পারলে সমস্যা অনেক কমে যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তাসহ সীমান্তে অবৈধ অস্ত্রের চোরাচালান বন্ধে পার্বত্য এলাকায় বিজিবির ক্যাম্প বাড়ানো হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে উন্নয়ন কার্যক্রমের বেশির ভাগই শহরকেন্দ্রিক। সরকারের উন্নয়নের কার্যক্রম পাহাড়ের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি উন্নয়নের সুফল যেন সাধারণ জনগণ ভোগ করতে পারেন, সেদিকে লক্ষ রাখতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন, তারা দেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে। তাদের বিরুদ্ধে সজাগ থেকে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, পিলখানা অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াছির জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের যুগ্ম চিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপমহাপরিচালক (পূর্ত) কর্নেল সোহেল আহমেদ, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে