নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ৩০ জনকে আটক করে।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে জামাআতুল ফালাহ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে জামায়াত-শিবিরের কয়েকজন ও ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, কোনো অনুমতি ছাড়াই তারা গায়েবানা নামাজের জানাজার জন্য এখানে জড়ো হতে থাকে। পরে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গতকাল সোমবার মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়। চট্টগ্রামের জামাআতুল ফালাহ মসজিদে বাদ আসর গায়েবানা জানাজার ঘোষণা দেওয়া হয়। এতে পুলিশের অনুমতি ছিল না। দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ। মসজিদ এলাকা ঘিরে জড়ো হতে থাকে দলটির নেতা-কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি অংশ স্লোগান দিতে থাকেন। এতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশের ধাওয়ায় জড়ো হওয়া নেতা-কর্মীরা কাজীর দেউড়ি, চট্টেশ্বরী মোড়সহ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দামপাড়া পুলিশ লাইনে সিএমপি সদর দপ্তর এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

চট্টগ্রাম নগরীতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ৩০ জনকে আটক করে।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে জামাআতুল ফালাহ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে জামায়াত-শিবিরের কয়েকজন ও ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, কোনো অনুমতি ছাড়াই তারা গায়েবানা নামাজের জানাজার জন্য এখানে জড়ো হতে থাকে। পরে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গতকাল সোমবার মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়। চট্টগ্রামের জামাআতুল ফালাহ মসজিদে বাদ আসর গায়েবানা জানাজার ঘোষণা দেওয়া হয়। এতে পুলিশের অনুমতি ছিল না। দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ। মসজিদ এলাকা ঘিরে জড়ো হতে থাকে দলটির নেতা-কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি অংশ স্লোগান দিতে থাকেন। এতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশের ধাওয়ায় জড়ো হওয়া নেতা-কর্মীরা কাজীর দেউড়ি, চট্টেশ্বরী মোড়সহ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দামপাড়া পুলিশ লাইনে সিএমপি সদর দপ্তর এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১৯ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
২৯ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ (দায়িত্ব পালনের বাধ্যবাধকতা) বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণভোট নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা...
১ ঘণ্টা আগে