
চট্টগ্রাম নগরীতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ৩০ জনকে আটক করে।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে জামাআতুল ফালাহ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে জামায়াত-শিবিরের কয়েকজন ও ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, কোনো অনুমতি ছাড়াই তারা গায়েবানা নামাজের জানাজার জন্য এখানে জড়ো হতে থাকে। পরে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গতকাল সোমবার মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়। চট্টগ্রামের জামাআতুল ফালাহ মসজিদে বাদ আসর গায়েবানা জানাজার ঘোষণা দেওয়া হয়। এতে পুলিশের অনুমতি ছিল না। দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ। মসজিদ এলাকা ঘিরে জড়ো হতে থাকে দলটির নেতা-কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি অংশ স্লোগান দিতে থাকেন। এতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশের ধাওয়ায় জড়ো হওয়া নেতা-কর্মীরা কাজীর দেউড়ি, চট্টেশ্বরী মোড়সহ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দামপাড়া পুলিশ লাইনে সিএমপি সদর দপ্তর এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৫ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে