নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে হাসপাতালের মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী।
মৃত দুজন হলেন, খুরশিদা বেগম (৭০) ও শিউলি রাণী (৪০)। এর মধ্যে খুরশিদা গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। অন্যজন ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। তাঁরা দুজনই নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক শাহীদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় খুরশিদা বেগম হার্ট অ্যাটাক হয়ে মারা যান। শিউলি রাণী নামের আরেক রোগী আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী জানান, এই দুজন ছাড়াও গত ১৪ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে দিলআরা বেগম রেশমী (৫০) মারা যান। তিনি নগরের বন্দরের মোগলটুলী বাইলেইন এলাকার বাসিন্দা ছিলেন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০৫ জন। এর মধ্যে জানুয়ারিতে ৫ জন, ফেব্রুয়ারিতে ১ জন, জুনে ১৭ জন, জুলাইয়ে ৫০ জন, আগস্টে ৭৬ জন ও সেপ্টেম্বরের ২১ তারিখ পর্যন্ত ২৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে হাসপাতালের মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী।
মৃত দুজন হলেন, খুরশিদা বেগম (৭০) ও শিউলি রাণী (৪০)। এর মধ্যে খুরশিদা গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। অন্যজন ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। তাঁরা দুজনই নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক শাহীদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় খুরশিদা বেগম হার্ট অ্যাটাক হয়ে মারা যান। শিউলি রাণী নামের আরেক রোগী আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী জানান, এই দুজন ছাড়াও গত ১৪ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে দিলআরা বেগম রেশমী (৫০) মারা যান। তিনি নগরের বন্দরের মোগলটুলী বাইলেইন এলাকার বাসিন্দা ছিলেন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০৫ জন। এর মধ্যে জানুয়ারিতে ৫ জন, ফেব্রুয়ারিতে ১ জন, জুনে ১৭ জন, জুলাইয়ে ৫০ জন, আগস্টে ৭৬ জন ও সেপ্টেম্বরের ২১ তারিখ পর্যন্ত ২৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে