আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিএনপি নির্বাচনে এলে জেল থেকে ছেড়ে দেওয়া হবে—কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের এমন বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কৃষিমন্ত্রী যে মন্তব্য করেছেন, এটা তাঁর ব্যক্তিগত অভিমত। এটা দলের কোনো অভিমত নয়। বিএনপি নেতা যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিচার ও তাদের জামিনের ব্যাপারে শুধু আদালতই কথা বলতে পারবেন, আর কেউ নয়।’
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাদের জেল থেকে মুক্তি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কৃষিমন্ত্রীর বক্তব্য নিয়ে করা প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন মন্ত্রী।
কৃষিমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে ‘গোপন তথ্য ফাঁস হয়েছে’ বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘উনি তো কোথায় বসে বসে বাণী ছাড়েন, ওনার বাণীগুলো হচ্ছে সম্পূর্ণ অসত্য। তথ্যভিত্তিক নয়।’
আনিসুল হক বলেন, ‘বিএনপি ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে হত্যা করেই এ দেশে স্বৈরশাসন চালাচ্ছিল। তখন বিচার বিভাগকে যে রকম করাপ্ট করা হয়েছিল সে অবস্থা এখন আর নাই। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।’
পরে মন্ত্রী আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে শুরু করে পৌর শহরের সড়কবাজারের বিভিন্ন দোকানপাটের সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। পরে তিনি আখাউড়ার খরমপুর কেল্লা বাবার মাজারসহ বিভিন্ন মাজার জিয়ারত করেন।

বিএনপি নির্বাচনে এলে জেল থেকে ছেড়ে দেওয়া হবে—কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের এমন বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কৃষিমন্ত্রী যে মন্তব্য করেছেন, এটা তাঁর ব্যক্তিগত অভিমত। এটা দলের কোনো অভিমত নয়। বিএনপি নেতা যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিচার ও তাদের জামিনের ব্যাপারে শুধু আদালতই কথা বলতে পারবেন, আর কেউ নয়।’
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাদের জেল থেকে মুক্তি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে কৃষিমন্ত্রীর বক্তব্য নিয়ে করা প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন মন্ত্রী।
কৃষিমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে ‘গোপন তথ্য ফাঁস হয়েছে’ বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘উনি তো কোথায় বসে বসে বাণী ছাড়েন, ওনার বাণীগুলো হচ্ছে সম্পূর্ণ অসত্য। তথ্যভিত্তিক নয়।’
আনিসুল হক বলেন, ‘বিএনপি ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে হত্যা করেই এ দেশে স্বৈরশাসন চালাচ্ছিল। তখন বিচার বিভাগকে যে রকম করাপ্ট করা হয়েছিল সে অবস্থা এখন আর নাই। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।’
পরে মন্ত্রী আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে শুরু করে পৌর শহরের সড়কবাজারের বিভিন্ন দোকানপাটের সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। পরে তিনি আখাউড়ার খরমপুর কেল্লা বাবার মাজারসহ বিভিন্ন মাজার জিয়ারত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে