কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চালু করা হয়েছে টেলি মেডিসিন সেন্টার। আজ বৃহস্পতিবার দ্বীপের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এটি চালু করা হয়। এ দ্বীপের ১০ হাজার মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এ হাসপাতালে টেলি মেডিসিন সেবা চালু হওয়ায় খুশি স্থানীয়রা। তাঁদের মতে, দ্বীপ অঞ্চলটি এখন স্বাস্থ্যসেবাই এগিয়ে থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী এহসান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সেন্ট মার্টিন দ্বীপ দুর্গম এলাকা। এখানকার মানুষের সেবা নিশ্চিত করতে টেলি মেডিসিন চালু করা হয়েছে। দ্বীপে শিগগিরই কুতুবদিয়ার মতো সি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।
প্রথম দিনেই টেলি মেডিসিন সেবা নিয়েছেন সেন্ট মার্টিন কোনারপাড়ার বাসিন্দা সাদিয়া খাতুন, শামসুল ইসলাম, আকলিমা আক্তার প্রমুখ। তাঁরা ভিডিও কনফারেন্সে রংপুর ও ঢাকা মেডিকেল কলেজের জ্যেষ্ঠ চিকিৎসকদের থেকে চিকিৎসা নেন।
সাদিয়া খাতুন বলেন, ‘সেন্ট মার্টিন হাসপাতালে বসে ঢাকার বড় বড় চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পেরেছি। চিকিৎসাসেবা নিয়েছি। খুবই ভালো লাগছে।’
সেন্ট মার্টিন বিএন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আয়াতুল্লাহ খোমেনি বলেন, ‘চালু করেই যেন দায়িত্ব শেষ না করে কর্তৃপক্ষের। আমরা চাই, সারা বছর টেলি মেডিসিন সেবা চালু থাকুক।’

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চালু করা হয়েছে টেলি মেডিসিন সেন্টার। আজ বৃহস্পতিবার দ্বীপের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এটি চালু করা হয়। এ দ্বীপের ১০ হাজার মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এ হাসপাতালে টেলি মেডিসিন সেবা চালু হওয়ায় খুশি স্থানীয়রা। তাঁদের মতে, দ্বীপ অঞ্চলটি এখন স্বাস্থ্যসেবাই এগিয়ে থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী এহসান।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সেন্ট মার্টিন দ্বীপ দুর্গম এলাকা। এখানকার মানুষের সেবা নিশ্চিত করতে টেলি মেডিসিন চালু করা হয়েছে। দ্বীপে শিগগিরই কুতুবদিয়ার মতো সি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।
প্রথম দিনেই টেলি মেডিসিন সেবা নিয়েছেন সেন্ট মার্টিন কোনারপাড়ার বাসিন্দা সাদিয়া খাতুন, শামসুল ইসলাম, আকলিমা আক্তার প্রমুখ। তাঁরা ভিডিও কনফারেন্সে রংপুর ও ঢাকা মেডিকেল কলেজের জ্যেষ্ঠ চিকিৎসকদের থেকে চিকিৎসা নেন।
সাদিয়া খাতুন বলেন, ‘সেন্ট মার্টিন হাসপাতালে বসে ঢাকার বড় বড় চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পেরেছি। চিকিৎসাসেবা নিয়েছি। খুবই ভালো লাগছে।’
সেন্ট মার্টিন বিএন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আয়াতুল্লাহ খোমেনি বলেন, ‘চালু করেই যেন দায়িত্ব শেষ না করে কর্তৃপক্ষের। আমরা চাই, সারা বছর টেলি মেডিসিন সেবা চালু থাকুক।’

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
৩ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২৭ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে