Ajker Patrika

সেন্ট মার্টিন ২০ শয্যা হাসপাতালে টেলি মেডিসিন সেবা চালু

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২০: ০৯
সেন্ট মার্টিন ২০ শয্যা হাসপাতালে টেলি মেডিসিন সেবা চালু

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চালু করা হয়েছে টেলি মেডিসিন সেন্টার। আজ বৃহস্পতিবার দ্বীপের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এটি চালু করা হয়। এ দ্বীপের ১০ হাজার মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এ হাসপাতালে টেলি মেডিসিন সেবা চালু হওয়ায় খুশি স্থানীয়রা। তাঁদের মতে, দ্বীপ অঞ্চলটি এখন স্বাস্থ্যসেবাই এগিয়ে থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী এহসান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সেন্ট মার্টিন দ্বীপ দুর্গম এলাকা। এখানকার মানুষের সেবা নিশ্চিত করতে টেলি মেডিসিন চালু করা হয়েছে। দ্বীপে শিগগিরই কুতুবদিয়ার মতো সি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।

প্রথম দিনেই টেলি মেডিসিন সেবা নিয়েছেন সেন্ট মার্টিন কোনারপাড়ার বাসিন্দা সাদিয়া খাতুন, শামসুল ইসলাম, আকলিমা আক্তার প্রমুখ। তাঁরা ভিডিও কনফারেন্সে রংপুর ও ঢাকা মেডিকেল কলেজের জ্যেষ্ঠ চিকিৎসকদের থেকে চিকিৎসা নেন।

সাদিয়া খাতুন বলেন, ‘সেন্ট মার্টিন হাসপাতালে বসে ঢাকার বড় বড় চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পেরেছি। চিকিৎসাসেবা নিয়েছি। খুবই ভালো লাগছে।’

সেন্ট মার্টিন বিএন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আয়াতুল্লাহ খোমেনি বলেন, ‘চালু করেই যেন দায়িত্ব শেষ না করে কর্তৃপক্ষের। আমরা চাই, সারা বছর টেলি মেডিসিন সেবা চালু থাকুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত