লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে একটি মার্কেটের তিনতলার ছাদ থেকে পড়ে মো. সিরাজ উদ্দিন (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিরাজ তাঁর বন্ধুসহ চারজনে মিলে ছাদে বসে গাঁজা সেবন ও আড্ডা দিচ্ছিলেন। তবে এটি দুর্ঘটনা না কি হত্যাকাণ্ড, পুলিশ তা খতিয়ে দেখেছে।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে শহরের উত্তর তেমুহানী এলাকার একটি মার্কেটের ছাদ থেকে পড়ে যান সিরাজ উদ্দিন। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাতে অবস্থার অবনতি হলে সিরাজকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
সিরাজ উদ্দিন পৌর শহরের লিল্লাহ মসজিদসংলগ্ন নাছির উদ্দিনের বাড়ির ট্রাকচালক ফারুকের ছেলে। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সিরাজ নিউ মার্কেটের ছাদে বসে মোবারক, আল আমিন ও ফারুক নামের তিনজন মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁরা গাঁজা সেবন করেন। একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন সিরাজ। এ ঘটনার পর তাঁর বন্ধু এবং স্বজনেরা মোবারককে ধরে মারধর করে নিউ মার্কেটে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজসহ চারজন মার্কেটের ছাদে বসে আড্ডা দেন এবং গাঁজা সেবন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আড্ডার একপর্যায়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে মারা যান। সিরাজের সঙ্গে থাকা মোবারক নামের এক যুবককে মারধর করে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’
লক্ষ্মীপুরে একটি মার্কেটের তিনতলার ছাদ থেকে পড়ে মো. সিরাজ উদ্দিন (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিরাজ তাঁর বন্ধুসহ চারজনে মিলে ছাদে বসে গাঁজা সেবন ও আড্ডা দিচ্ছিলেন। তবে এটি দুর্ঘটনা না কি হত্যাকাণ্ড, পুলিশ তা খতিয়ে দেখেছে।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে শহরের উত্তর তেমুহানী এলাকার একটি মার্কেটের ছাদ থেকে পড়ে যান সিরাজ উদ্দিন। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাতে অবস্থার অবনতি হলে সিরাজকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
সিরাজ উদ্দিন পৌর শহরের লিল্লাহ মসজিদসংলগ্ন নাছির উদ্দিনের বাড়ির ট্রাকচালক ফারুকের ছেলে। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, সিরাজ নিউ মার্কেটের ছাদে বসে মোবারক, আল আমিন ও ফারুক নামের তিনজন মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁরা গাঁজা সেবন করেন। একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন সিরাজ। এ ঘটনার পর তাঁর বন্ধু এবং স্বজনেরা মোবারককে ধরে মারধর করে নিউ মার্কেটে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজসহ চারজন মার্কেটের ছাদে বসে আড্ডা দেন এবং গাঁজা সেবন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আড্ডার একপর্যায়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে মারা যান। সিরাজের সঙ্গে থাকা মোবারক নামের এক যুবককে মারধর করে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’
নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
৩০ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
৩৮ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে শুরু হয়েছে পাথর লুটপাট। বুধবার সকালেও দেখা গেছে কয়েকশ বারকি নৌকায় করে চলেছে পাথর উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এই অনন্য স্থান।
৪৩ মিনিট আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
২ ঘণ্টা আগে