Ajker Patrika

বঙ্গোপসাগরে ডুবল ওয়েল ট্যাংকার এমটি সুফলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বঙ্গোপসাগরে ডুবল ওয়েল ট্যাংকার এমটি সুফলা

বঙ্গোপসাগরে তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’ নামের একটি ওয়েল ট্যাংকার ডুবে গেছে। আজ মঙ্গলবার দুপুরে পতেঙ্গা লাইটহাউস থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ডুবে যায় জাহাজটি। তবে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। ‘এমটি সুফলাকে’ নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

চট্টগ্রাম  বন্দর কর্তৃপক্ষের সচিব মো.  ওমর ফারুক বলেন, ‘এমটি সুফলা’ নামের একটি ওয়েল ট্যাংকার পতেঙ্গা সৈকতের অদূরে ডুবে যায়। জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া  হচ্ছে। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সাগর উত্তাল থাকার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।

এমটি সুফলার কর্মকর্তা মো. হান্নান বলেন, সুফলা মাদার ভ্যাসেলে তেল সরবরাহ করতে আউটারে গিয়েছিল। সেখানে সুফলার ইঞ্জিন বিকল হলে স্রোতের তোরে জাহাজটি অন্যত্র চলে যায়। সেখান থেকে আমাদের অপর জাহাজ এমটি মদিনা ‘এমটি সুফলাকে’ উদ্ধার করে টেনে উপকূলে নিয়ে আসার চেষ্টা করা হয়। কিন্তু এতে সুফলার তলা ফুটো হয়ে ডুবে যায়। তবে সব নাবিক নিরাপদে আছে। জাহাজটিও উদ্ধারের কাজ চলছে।

কোষ্ট গার্ড চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার মো. হাবিবুর রহমান বলেন, ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে আমাদের কেউ জানায়নি। তবে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত