থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচির আলীকদম সড়কের ২৬ কিলো নামক স্থানে ঢালু পথ বেয়ে নামার সময় একটি পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে আবুল কালাম নামের এক পর্যটক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-এরশাদ মিঞা (২৩), শহিদুল্লাহ (২৪), শাহাদাৎ (২৫), আব্দুল্লাহ (২০), আয়াত উল্লাহ (১৭), আরিফ (২০), আসিকুল্লাহ (১৭), তানজীম (২৫), গাড়ি চালক মামুন (২৫) হেল্পার আসরাফ খান (৫০)। তাঁরা সবাই কক্সবাজারের রামুর বাসিন্দা। বাকিদের কারওর নাম ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর থেকে একটি পিকআপ কক্সবাজারের রামু আসে। রামু থেকে পিকআপটি ২০ জন পর্যটক নিয়ে আলীকদম হয়ে থানচির উদ্দেশে রওনা হয়। এ সময় থানচির কাছাকাছি ডিম পাহাড় এলাকার কাছে ২৬ কিলোতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি ২০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে পর্যটকদের আলীকদমে নিয়ে যায়। পরে আলীকদম থেকে তাঁদের সবাইকে চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। এদিকে চালক ও হেলপারকে উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে গেছে পুলিশ ও স্থানীয়রা।
থানচি থানার এসআই মো. আমান জানান, দুর্ঘটনায় আহতসহ ২০ জন পর্যটককে উদ্ধার করে আলীকদম নিয়ে যাওয়ার পথে একজন মারা যান। এ ছাড়া আহত চালক ও হেলপারকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আবদুল্লাহ আল নোমান বলেন, ড্রাইভার ও হেলপার দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা চলে গেছেন।

বান্দরবানের থানচির আলীকদম সড়কের ২৬ কিলো নামক স্থানে ঢালু পথ বেয়ে নামার সময় একটি পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে আবুল কালাম নামের এক পর্যটক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-এরশাদ মিঞা (২৩), শহিদুল্লাহ (২৪), শাহাদাৎ (২৫), আব্দুল্লাহ (২০), আয়াত উল্লাহ (১৭), আরিফ (২০), আসিকুল্লাহ (১৭), তানজীম (২৫), গাড়ি চালক মামুন (২৫) হেল্পার আসরাফ খান (৫০)। তাঁরা সবাই কক্সবাজারের রামুর বাসিন্দা। বাকিদের কারওর নাম ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর থেকে একটি পিকআপ কক্সবাজারের রামু আসে। রামু থেকে পিকআপটি ২০ জন পর্যটক নিয়ে আলীকদম হয়ে থানচির উদ্দেশে রওনা হয়। এ সময় থানচির কাছাকাছি ডিম পাহাড় এলাকার কাছে ২৬ কিলোতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি ২০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে পর্যটকদের আলীকদমে নিয়ে যায়। পরে আলীকদম থেকে তাঁদের সবাইকে চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। এদিকে চালক ও হেলপারকে উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে গেছে পুলিশ ও স্থানীয়রা।
থানচি থানার এসআই মো. আমান জানান, দুর্ঘটনায় আহতসহ ২০ জন পর্যটককে উদ্ধার করে আলীকদম নিয়ে যাওয়ার পথে একজন মারা যান। এ ছাড়া আহত চালক ও হেলপারকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আবদুল্লাহ আল নোমান বলেন, ড্রাইভার ও হেলপার দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা চলে গেছেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে