ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মৃত ব্যক্তির স্বজনদের মারধর করে টাকাপয়সা ও মোবাইল ফোন নিয়ে যায়। তাদের মারধরে নারীসহ ৯ জন আহত হন। এমনকি লাশে আঘাত করা হয় বলেও অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের ছবদর আলী ঢাকা মিরপুর আহসানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান। রাতেই ঢাকা থেকে তাঁর লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।
পথিমধ্যে নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আগ থেকে ওত পেতে থাকা সশস্ত্র ডাকাত দল সড়কে গাছ ফেলে গতিরোধ করে। ডাকাত দল অ্যাম্বুলেন্স ভাঙচুর করে লাশের সঙ্গে থাকা ৯ জনকে পিটিয়ে আহত করে। তাঁদের মোবাইল ফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এ সময় লাশেও আঘাত করে ডাকাত দল।
পূর্ব ভাগ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, ‘ডাকাতেরা টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে, তাতে দুঃখ নেই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর তারা আঘাত করেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার তপন সরকার আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় লোকজন যারা রাতে ওই সড়ক দিয়ে চলাচল করে, আসার আগে তাদের পুলিশ প্রটোকল নেওয়ার জন্য বলা হয়েছে। ঢাকা থেকে যে লাশবাহী অ্যাম্বুলেন্সটি এসেছিল, বিষয়টি তাদের জানা ছিল না। সে জন্য ডাকাতদের কবলে পড়তে হয়।
তপন সরকার আরও বলেন, ‘ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশের টহল টিম হাজির হয়। পরে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কের পাশে হাওর দিয়ে পালিয়ে যায়। এ সময় বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় মালামাল ও অর্থ উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মৃত ব্যক্তির স্বজনদের মারধর করে টাকাপয়সা ও মোবাইল ফোন নিয়ে যায়। তাদের মারধরে নারীসহ ৯ জন আহত হন। এমনকি লাশে আঘাত করা হয় বলেও অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের ছবদর আলী ঢাকা মিরপুর আহসানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান। রাতেই ঢাকা থেকে তাঁর লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।
পথিমধ্যে নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আগ থেকে ওত পেতে থাকা সশস্ত্র ডাকাত দল সড়কে গাছ ফেলে গতিরোধ করে। ডাকাত দল অ্যাম্বুলেন্স ভাঙচুর করে লাশের সঙ্গে থাকা ৯ জনকে পিটিয়ে আহত করে। তাঁদের মোবাইল ফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এ সময় লাশেও আঘাত করে ডাকাত দল।
পূর্ব ভাগ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, ‘ডাকাতেরা টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে, তাতে দুঃখ নেই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর তারা আঘাত করেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার তপন সরকার আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় লোকজন যারা রাতে ওই সড়ক দিয়ে চলাচল করে, আসার আগে তাদের পুলিশ প্রটোকল নেওয়ার জন্য বলা হয়েছে। ঢাকা থেকে যে লাশবাহী অ্যাম্বুলেন্সটি এসেছিল, বিষয়টি তাদের জানা ছিল না। সে জন্য ডাকাতদের কবলে পড়তে হয়।
তপন সরকার আরও বলেন, ‘ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশের টহল টিম হাজির হয়। পরে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কের পাশে হাওর দিয়ে পালিয়ে যায়। এ সময় বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় মালামাল ও অর্থ উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে