
নোয়াখালীর সুবর্ণচরে দ্রুতগতির দুই অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ আলী (২২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরজব্বার-সোনাপুর সড়কের সুলতাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদ্রাসা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক আক্তার হোসেনকে (২৫) আটক করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয়রা। নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম ভূঁইয়া এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নিহত মাদ্রাসাশিক্ষার্থী হলেন সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক এলাকার মো. ফয়েজ উল্লাহর ছেলে। তিনি চাঁদপুর জেলার জামিয়া হাবিবিয়া কওমি মাদ্রাসার মেসকাত জামাতের শিক্ষার্থী।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী চাঁদপুরে ঈদ করে গতকাল বিকেলে বাড়ি ফিরছিলেন। নোয়াখালী সদরের সোনাপুরে এসে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। পথে সোনাপুর-চরজব্বার সড়কে সুলতাননগর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ আলী পায়ে, মাথা ও মুখে গুরুতর আঘাত পান।
স্থানীয় লোকজন মোহাম্মদ আলীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে গতকাল রাত ৮টার দিকে তিনি মারা যান। স্থানীয় লোকজন সিএনজি অটোরিকশা ও এর চালককে আটক করে চরজব্বার থানার পুলিশের হাতে দিয়েছেন এবং ব্যাটারিচালিত অটোরিকশার চালক পালিয়ে যান।
ওসি কাউসার আলম ভূঁইয়া বলেন, ‘সিএনজি চালিত অটোরিকশার চালক আক্তার হোসেনকে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয়রা। তবে ব্যাটারিচালিত অটোরিকশার চালক পালিয়ে যান। নিহতের বাবা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। লাশ ময়নাতদন্তে জন্যে আজ বুধবার সকালে নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আটক চালককে আদালতে নেওয়া হবে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে