আখাউড়া প্রতিনিধি

ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৪ জন বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ৩টার দিকে পশ্চিম ত্রিপুরার আগরতলা থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাঁরা দেশে প্রবেশ করেন।
ফেরত আসা ব্যক্তিরা জানান, তাঁরা বিভিন্ন সময় দালালদের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। পরে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। পরে আদালতের নির্দেশে তাঁদের পশ্চিম ত্রিপুরার নরসিংগর অস্থায়ী আটককেন্দ্রে রাখা হয়।
ফেরত আসাদের মধ্যে রয়েছেন ফেনীর মো. ইসমাইল ভূঁইয়া ও হারুন মজুমদার, নারায়ণগঞ্জের মোছা. পাপিয়া আক্তার, গোপালগঞ্জের মোছা. লিজা খানম, নড়াইলের মোছা. লিজা খাতুন, চাঁদপুরের মোছা. আশা মনি, খুলনার মো. মাহফুজুল ইসলাম, তাহুরা বিবি ও আঁখি ইসলাম, নেত্রকোনার সঞ্জয় দাস ও স্বপন দাস, সুনামগঞ্জের বিপুল দাস, যশু দাস ও সুশেন দাস।
ফেরত আসার সময় আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় স্বজনদের সঙ্গে তাঁদের দেখা হওয়ার পর আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। অনেকে ফিরে আসা আপনজনদের বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁরা ভারতের কারাগারে অবস্থানকালে নানা ভোগান্তির কথা জানান।
খুলনার ফিরোজপুর এলাকার আম্বিয়া বেগম বলেন, ‘আমার ছেলে, ছেলের বউ ও নাতনি ১১ মাস আগে কাজের খোঁজে বাড়ি থেকে বের হয়েছিল। পরে জানতে পারি, তারা ভারতে আটক হয়েছে। আজ তাদের ফিরে পেয়ে খুব ভালো লাগছে।’
সুনামগঞ্জের স্বপন দাসের ভাই তপন দাস বলেন, ‘দালালের ফাঁদে পড়ে ভাই ধান কাটতে ভারতে গিয়েছিল। আজ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফিরে পেয়েছি, এটা বড় স্বস্তির।’
বাংলাদেশে ফেরার পর বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে প্রত্যেককে নগদ তিন হাজার টাকা ও খাবার সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন পুলিশের ওসি মো. আব্দুস সাত্তার, আইসিপি ক্যাম্প কমান্ডার মো. আনোয়ার হোসেন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন প্রমুখ।

ভারতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৪ জন বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ৩টার দিকে পশ্চিম ত্রিপুরার আগরতলা থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাঁরা দেশে প্রবেশ করেন।
ফেরত আসা ব্যক্তিরা জানান, তাঁরা বিভিন্ন সময় দালালদের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। পরে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। পরে আদালতের নির্দেশে তাঁদের পশ্চিম ত্রিপুরার নরসিংগর অস্থায়ী আটককেন্দ্রে রাখা হয়।
ফেরত আসাদের মধ্যে রয়েছেন ফেনীর মো. ইসমাইল ভূঁইয়া ও হারুন মজুমদার, নারায়ণগঞ্জের মোছা. পাপিয়া আক্তার, গোপালগঞ্জের মোছা. লিজা খানম, নড়াইলের মোছা. লিজা খাতুন, চাঁদপুরের মোছা. আশা মনি, খুলনার মো. মাহফুজুল ইসলাম, তাহুরা বিবি ও আঁখি ইসলাম, নেত্রকোনার সঞ্জয় দাস ও স্বপন দাস, সুনামগঞ্জের বিপুল দাস, যশু দাস ও সুশেন দাস।
ফেরত আসার সময় আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় স্বজনদের সঙ্গে তাঁদের দেখা হওয়ার পর আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। অনেকে ফিরে আসা আপনজনদের বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁরা ভারতের কারাগারে অবস্থানকালে নানা ভোগান্তির কথা জানান।
খুলনার ফিরোজপুর এলাকার আম্বিয়া বেগম বলেন, ‘আমার ছেলে, ছেলের বউ ও নাতনি ১১ মাস আগে কাজের খোঁজে বাড়ি থেকে বের হয়েছিল। পরে জানতে পারি, তারা ভারতে আটক হয়েছে। আজ তাদের ফিরে পেয়ে খুব ভালো লাগছে।’
সুনামগঞ্জের স্বপন দাসের ভাই তপন দাস বলেন, ‘দালালের ফাঁদে পড়ে ভাই ধান কাটতে ভারতে গিয়েছিল। আজ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফিরে পেয়েছি, এটা বড় স্বস্তির।’
বাংলাদেশে ফেরার পর বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে প্রত্যেককে নগদ তিন হাজার টাকা ও খাবার সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন পুলিশের ওসি মো. আব্দুস সাত্তার, আইসিপি ক্যাম্প কমান্ডার মো. আনোয়ার হোসেন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন প্রমুখ।

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
১২ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
১৩ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
১৯ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
৪৪ মিনিট আগে