বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আন্তর্জাতিক পিলার নম্বর ৪-এর ওপারে মিয়ানমার অংশে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে গোলাগুলির শব্দ শোনা যায়।
এর আগে গতকাল শনিবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারমাঠ থেকে ১৫ ও দোছড়ি ইউনিয়নের বাহিরমাঠ এলাকা থেকে অন্যত্র সরে আসা পাঁচ পরিবারসহ ২০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। আজ সকাল থেকে নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছে তারা।
স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ এপার থেকে শোনা যায়। তবে দুপুর ১২টার পর থেকে আর শব্দ শোনা যাচ্ছে না।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, সীমান্তের ওপারে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা-চেরার মাঠ এলাকার বাসিন্দারা প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনেছে। সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় এপারের মানুষজনের ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে সরে আসার জন্য বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবির) পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান আজকের পত্রিকাকে বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো সময় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে ইউপি মেম্বার ও গ্রামপুলিশ (চৌকিদার) প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে সে দেশের গেরিলা গ্রুপ আরাকান আর্মির মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। সন্ধ্যার পর গোলাগুলি থামলেও আজ সকাল ১০টা থেকে আবারও গোলাগুলির শব্দ শোনা যায়।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আন্তর্জাতিক পিলার নম্বর ৪-এর ওপারে মিয়ানমার অংশে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে গোলাগুলির শব্দ শোনা যায়।
এর আগে গতকাল শনিবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেরারমাঠ থেকে ১৫ ও দোছড়ি ইউনিয়নের বাহিরমাঠ এলাকা থেকে অন্যত্র সরে আসা পাঁচ পরিবারসহ ২০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। আজ সকাল থেকে নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছে তারা।
স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ এপার থেকে শোনা যায়। তবে দুপুর ১২টার পর থেকে আর শব্দ শোনা যাচ্ছে না।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, সীমান্তের ওপারে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা-চেরার মাঠ এলাকার বাসিন্দারা প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনেছে। সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় এপারের মানুষজনের ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে সরে আসার জন্য বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবির) পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান আজকের পত্রিকাকে বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো সময় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে ইউপি মেম্বার ও গ্রামপুলিশ (চৌকিদার) প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে সে দেশের গেরিলা গ্রুপ আরাকান আর্মির মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। সন্ধ্যার পর গোলাগুলি থামলেও আজ সকাল ১০টা থেকে আবারও গোলাগুলির শব্দ শোনা যায়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২৪ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৯ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৯ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে