
সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি রোধে দীর্ঘ ২৭ বছর পর কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর বাজারে লটারির মাধ্যমে ২১০টি দোকানভিটার মালিকানা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৬ মে) জয়পুর বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজার কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলামের সভাপতিত্বে এবং বাজার কমিটির সেক্রেটারি মাওলানা আবদুস সাত্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল বাতেন মাস্টার, মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, মো. মোসলেম উদ্দিন, কামাল উদ্দিনসহ দোকান মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাজার কমিটির সভাপতি মাহফুজুল ইসলাম বলেন, ‘বাজারের দোকান ভিটা বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে মালিকানা নির্ধারণ করা হয়েছে। এতে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।’
লটারিতে ১ নম্বর দোকান ভিটের মালিকানা পাওয়া অনন্তপুর গ্রামের মো. আলম মিয়া বলেন, ‘লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়ায় আমি অন্য গ্রাম থেকে এসেও ১ নম্বর দোকান ভিটা পেয়েছি। এভাবে না হলে হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তি এটি পেয়ে যেত। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
বাজার কমিটির সেক্রেটারি মাওলানা আবদুস সাত্তার বলেন, ‘২৭ বছর আগে বাজারের এই ভিটার জমি বিক্রয় করা হলেও বিভিন্ন কারণে মালিকদের বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। আজ স্বচ্ছ প্রক্রিয়ায় বরাদ্দ হওয়ায় মালিকেরা খুশি হয়েছেন।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে