মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামীর পরিবার গ্রহণ না করায় গায়ে কেরোসিন ঢেলে রূপনা দাস (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় আজ মঙ্গলবার রূপনার বড় বোন বিউটি দাস বাদী হয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাশুর, ভাশুরের স্ত্রী, দেবরসহ ৬ জনকে আসামি করে হত্যা প্ররোচনার দায়ে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন—রাখাল চন্দ্র দে (৬৯), কাঞ্চন কুমার দে (৩৮), রূপম কুমার দে (৩৬), বেলা রানি দে (৫৮), ঊর্মি দে (৩০)। মামলার পর জোরারগঞ্জ থানা–পুলিশ নিহত রূপনার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাশুর, ভাশুরের স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানান, ৮ বছর আগে রাজন কুমার দাসের সঙ্গে রূপনার বিয়ে হয়েছিল। তাদের ২ সন্তানও রয়েছে। পরে গত ৪ / ৫ বছর আগে রূপম কুমার দে সম্রাটের সঙ্গে রূপনার পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে রূপনা তাঁর প্রথম স্বামী রাজনকে ডিভোর্স দিয়ে ৩ বছর আগে রূপমকে বিবাহ করে। তবে বিয়ের পর রূপমের পরিবারের লোকজন এই বিয়ে মেনে না নেওয়ায় তাঁরা বারইয়ারহাট বাজারে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসছিল। তাঁদের ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে।
কিছুদিন আগে থেকেই রূপমের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল রূপনার। এর জেরে কয়েক দিন আগে রূপম বাসা হতে না বলে চলে যায়। গত ১৬ জুলাই রূপনা তাঁর স্বামীর বাড়িতে গেলে বাড়ির লোকজন তাঁকে তুচ্ছ–তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দেয়। গত ১৮ জুলাই বিকেলে রূপনা আবারও তাঁর স্বামীর বাড়িতে গেলে পরিবারের লোকজন তাঁকে গ্রহণ করেনি। এ সময় রূপনা তাঁর ব্যাগ থেকে কেরোসিন তেল বের করে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁর শ্বশুর–শাশুড়ি–দেবরের চিৎকারে বাড়ির লোকজন এসে আগুন নিভিয়ে রূপনাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রূপনার বড় বোন বিউটি বলেন, ‘দীর্ঘ ৩ বছর ধরে আমার বোন মানসিক যন্ত্রণা, অবজ্ঞা–অবহেলা এবং স্বামীর ঘরে উঠতে না পারার যন্ত্রণায় বিবাদীদের আত্মহত্যার প্ররোচনায় প্ররোচিত হয়ে আমার বোন আত্মহত্যা করে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, ‘এ ঘটনায় মামলার হয়েছে। আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে চালান দিয়ে রিমান্ড আবেদন করা হবে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামীর পরিবার গ্রহণ না করায় গায়ে কেরোসিন ঢেলে রূপনা দাস (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় আজ মঙ্গলবার রূপনার বড় বোন বিউটি দাস বাদী হয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাশুর, ভাশুরের স্ত্রী, দেবরসহ ৬ জনকে আসামি করে হত্যা প্ররোচনার দায়ে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন—রাখাল চন্দ্র দে (৬৯), কাঞ্চন কুমার দে (৩৮), রূপম কুমার দে (৩৬), বেলা রানি দে (৫৮), ঊর্মি দে (৩০)। মামলার পর জোরারগঞ্জ থানা–পুলিশ নিহত রূপনার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাশুর, ভাশুরের স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানান, ৮ বছর আগে রাজন কুমার দাসের সঙ্গে রূপনার বিয়ে হয়েছিল। তাদের ২ সন্তানও রয়েছে। পরে গত ৪ / ৫ বছর আগে রূপম কুমার দে সম্রাটের সঙ্গে রূপনার পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে রূপনা তাঁর প্রথম স্বামী রাজনকে ডিভোর্স দিয়ে ৩ বছর আগে রূপমকে বিবাহ করে। তবে বিয়ের পর রূপমের পরিবারের লোকজন এই বিয়ে মেনে না নেওয়ায় তাঁরা বারইয়ারহাট বাজারে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে আসছিল। তাঁদের ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে।
কিছুদিন আগে থেকেই রূপমের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল রূপনার। এর জেরে কয়েক দিন আগে রূপম বাসা হতে না বলে চলে যায়। গত ১৬ জুলাই রূপনা তাঁর স্বামীর বাড়িতে গেলে বাড়ির লোকজন তাঁকে তুচ্ছ–তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দেয়। গত ১৮ জুলাই বিকেলে রূপনা আবারও তাঁর স্বামীর বাড়িতে গেলে পরিবারের লোকজন তাঁকে গ্রহণ করেনি। এ সময় রূপনা তাঁর ব্যাগ থেকে কেরোসিন তেল বের করে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁর শ্বশুর–শাশুড়ি–দেবরের চিৎকারে বাড়ির লোকজন এসে আগুন নিভিয়ে রূপনাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রূপনার বড় বোন বিউটি বলেন, ‘দীর্ঘ ৩ বছর ধরে আমার বোন মানসিক যন্ত্রণা, অবজ্ঞা–অবহেলা এবং স্বামীর ঘরে উঠতে না পারার যন্ত্রণায় বিবাদীদের আত্মহত্যার প্ররোচনায় প্ররোচিত হয়ে আমার বোন আত্মহত্যা করে।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, ‘এ ঘটনায় মামলার হয়েছে। আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে চালান দিয়ে রিমান্ড আবেদন করা হবে।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে