আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জীবিকার তাগিদে ২০১৬ সালে কাতারে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মো. সুমন মিয়া (৩৫)। পরিবারের স্বপ্ন পূরণ করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন দেশে। কিন্তু আজ সোমবার বেলা ১১টার দিকে সুমনের মরদেহ দেশে ফিরেছে। বাবা কান্নাজড়িত কণ্ঠে বলছেন, ‘আমার ধন এসে বিয়ে করার কথা ছিল, এইডা আল্লাহ কী করল।’
গত ৭ সেপ্টেম্বর কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। পরে সরকারি নিয়ম অনুযায়ী সুমনের মরদেহ দেশে আনে পরিবার। সুমন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চানপুর দক্ষিণপাড়া মো. মান্নান মিয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি নির্মাণের কাজ শেষ করে পরিবারের বড় ছেলের বিয়ে ধুমধামে দেবেন বলে আশা ছিল মা-বাবার। ছেলের পাত্রী দেখাও শুরু করেছিলেন তাঁরা। কিন্তু ফিরল সুমনের মরদেহ!
নিহত সুমনের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ধন এসে বিয়ে করার কথা ছিল, এইডা আল্লাহ কী করল! আমার সুমন এসেছে, কিন্তু সুমন কেন কথা বলে না!’ এদিকে সুমনের অকালমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় পল্লি চিকিৎসক মো. রতন ভূঁইয়া বলেন, ‘কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। অল্পতেই ঝড়ে গেল আমাদের এলাকার এই রেমিট্যান্স যোদ্ধা। কাতারে সে ভালো অবস্থানেই ছিল। পরিবারের সবাইকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক।’
স্থানীয় ইউপি সদস্য অহিদ ভূঁইয়া বলেন, ‘ছেলেটা অনেক ভদ্র ছিল। পরিবারের বড় ছেলে হিসেবে যেটুকু কষ্ট করা দরকার, তা যথাযথই দায়িত্ব পালন করতে দেখেছি। সুমনের অকালমৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুক।’

জীবিকার তাগিদে ২০১৬ সালে কাতারে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মো. সুমন মিয়া (৩৫)। পরিবারের স্বপ্ন পূরণ করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন দেশে। কিন্তু আজ সোমবার বেলা ১১টার দিকে সুমনের মরদেহ দেশে ফিরেছে। বাবা কান্নাজড়িত কণ্ঠে বলছেন, ‘আমার ধন এসে বিয়ে করার কথা ছিল, এইডা আল্লাহ কী করল।’
গত ৭ সেপ্টেম্বর কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। পরে সরকারি নিয়ম অনুযায়ী সুমনের মরদেহ দেশে আনে পরিবার। সুমন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চানপুর দক্ষিণপাড়া মো. মান্নান মিয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি নির্মাণের কাজ শেষ করে পরিবারের বড় ছেলের বিয়ে ধুমধামে দেবেন বলে আশা ছিল মা-বাবার। ছেলের পাত্রী দেখাও শুরু করেছিলেন তাঁরা। কিন্তু ফিরল সুমনের মরদেহ!
নিহত সুমনের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ধন এসে বিয়ে করার কথা ছিল, এইডা আল্লাহ কী করল! আমার সুমন এসেছে, কিন্তু সুমন কেন কথা বলে না!’ এদিকে সুমনের অকালমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় পল্লি চিকিৎসক মো. রতন ভূঁইয়া বলেন, ‘কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। অল্পতেই ঝড়ে গেল আমাদের এলাকার এই রেমিট্যান্স যোদ্ধা। কাতারে সে ভালো অবস্থানেই ছিল। পরিবারের সবাইকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক।’
স্থানীয় ইউপি সদস্য অহিদ ভূঁইয়া বলেন, ‘ছেলেটা অনেক ভদ্র ছিল। পরিবারের বড় ছেলে হিসেবে যেটুকু কষ্ট করা দরকার, তা যথাযথই দায়িত্ব পালন করতে দেখেছি। সুমনের অকালমৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুক।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৪ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৩ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪১ মিনিট আগে