Ajker Patrika

চট্টগ্রামে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার হায়দার আলী সাদ্দাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের মামলায় মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হায়দার আলী সাদ্দাম (৩১) চান্দগাঁও থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক। তাঁর স্থায়ী বাড়ি হবিগঞ্জের বাহুবল থানার জয়পুর গ্রামে। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধুপপুল এলাকায় বাস করেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রামের চান্দগাঁও থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়। এই মামলার প্রধান আসামি ছিলেন হায়দার আলী সাদ্দাম।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হায়দার আলী সাদ্দামের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত