Ajker Patrika

হাটহাজারীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার 

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের জোবরা গ্রাম বড়ুয়া পাড়া এলাকার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মিলন বড়ুয়া (৩৬) পার্বত্য জেলা রাঙ্গামাটি রিজার্ভ বাজার এলাকার রাহাল বড়ুয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। তাঁর স্ত্রী মারা গেছেন। তিনি দুই সন্তান নিয়ে বাড়িতে থাকতেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোবরা বড়ুয়া পাড়ার নিখিল চন্দ্র বড়ুয়ার বাড়িতে ১২ বছর ধরে ভাড়া বাসায় বাস করছেন মিলন বড়ুয়া। তিনি বিভিন্ন এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের চাপেও সে আত্মহত্যা করে থাকতে পারে। 

পরিবার সূত্রে জানা যায়, আজ শনিবার ভোর ৫টার দিকে হাতমুখ পরিষ্কার করার কথা বলে বাড়ি থেকে বের হন মিলন বড়ুয়া। এরপর আর ফিরে আসেননি। 

ওই এলাকার স্থানীয় বাসিন্দা দ্বীপ বড়ুয়া বলেন, মিলন বড়ুয়া ওখানে ভাড়া বাসায় থাকতেন। সকালে স্থানীয়রা পুকুরে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত