ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় সামনের চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে পিকআপচালক নিজেই নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. ফারুক (২৬)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের শান্তিনগর গ্রামের আবদুর রহিমের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ১২টায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার যোগীরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই পিকআপের সামনে চালকের পাশের আসনে থাকা মো. মনছুর আলম (৩১) নামে অপর একজন আহত হন। তাঁর বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর উত্তর বাহারচড়ায়।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার যোগীরপুল নামক স্থানে ফেনীমুখী লেনে একটি চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি দ্রুতগামী পিকআপ। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন পিকআপচালকসহ আহত দুজনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পিকআপচালক মো. ফারুককে মৃত ঘোষণা করেন। আহত মনছুর আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনীর দাগনভূঞায় সামনের চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে পিকআপচালক নিজেই নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. ফারুক (২৬)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের শান্তিনগর গ্রামের আবদুর রহিমের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ১২টায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার যোগীরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই পিকআপের সামনে চালকের পাশের আসনে থাকা মো. মনছুর আলম (৩১) নামে অপর একজন আহত হন। তাঁর বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর উত্তর বাহারচড়ায়।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার যোগীরপুল নামক স্থানে ফেনীমুখী লেনে একটি চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি দ্রুতগামী পিকআপ। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন পিকআপচালকসহ আহত দুজনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পিকআপচালক মো. ফারুককে মৃত ঘোষণা করেন। আহত মনছুর আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৩ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
১৬ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
১৭ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২০ মিনিট আগে