বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে মো. কায়সার সিকদার (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব রায়ছটা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। কায়সার উপজেলার ৩ নং খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, খানখানাবাদ ইউনিয়নে জমির বিরোধের জেরে একজন খুনের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলম নুর ও আকবর নামে দুইজনকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় ওমর আলীর পরিবারের সদস্যদের সঙ্গে আলম নুরের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জমির বিরোধ নিয়ে দুইপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে ওমর আলীর ছেলে মোহাম্মদ কায়সার সিকদারকে জখম করা হয়। এ সময় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কায়সার সিকদারের মৃত্যু হয়। ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত সন্দেহে আলম নুর এবং আলম নুরের ছেলে মোহাম্মদ আকবরকে আটক করে।
খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতা কায়সার শিকদারকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কায়সার শিকদারের মৃত্যুর ঘটনায় জড়িতরা স্থানীয় জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

চট্টগ্রামের বাঁশখালীতে মো. কায়সার সিকদার (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব রায়ছটা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। কায়সার উপজেলার ৩ নং খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, খানখানাবাদ ইউনিয়নে জমির বিরোধের জেরে একজন খুনের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলম নুর ও আকবর নামে দুইজনকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় ওমর আলীর পরিবারের সদস্যদের সঙ্গে আলম নুরের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জমির বিরোধ নিয়ে দুইপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে ওমর আলীর ছেলে মোহাম্মদ কায়সার সিকদারকে জখম করা হয়। এ সময় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কায়সার সিকদারের মৃত্যু হয়। ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত সন্দেহে আলম নুর এবং আলম নুরের ছেলে মোহাম্মদ আকবরকে আটক করে।
খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতা কায়সার শিকদারকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কায়সার শিকদারের মৃত্যুর ঘটনায় জড়িতরা স্থানীয় জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
২৯ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৩৫ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
৪৩ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ ঘণ্টা আগে