রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ৭ দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সকল ব্যাচের শিক্ষার্থীরা। এ ছাড়া তাঁরা পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন। আজ রোববার শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
চুয়েটের আবাসিক হলগুলোতে করোনা সংক্রমণের হার ক্রমাগত বেড়েই চলেছে ৷ এ ছাড়া অনেকেই করোনা উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় হলে অবস্থান করছেন। এমতাবস্থায় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রোববারের নির্ধারিত পরীক্ষা বর্জন করেছেন। তা ছাড়া আগামী ১৭,১৮ ও ১৯ জানুয়ারি থেকে যথাক্রমে তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বর্ষের পরীক্ষা শুরু হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে। সেসব পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হল-অফলাইন পরীক্ষার উপযুক্ত পরিবেশ না থাকায় অনলাইনে পরীক্ষা নেওয়া এবং যত দ্রুত সম্ভব চূড়ান্ত বর্ষের লেভেল ৪ টার্ম ১ এর অবশিষ্ট চারটি পরীক্ষা রিশিডিউল এবং লেভেল ৪ টার্ম ২ এর পরীক্ষাসমূহের শিডিউল ঘোষণা করা। তৃতীয় বর্ষের লেভেল ৩ টার্ম ২, দ্বিতীয় বর্ষের লেভেল ২ টার্ম ২ এবং প্রথম বর্ষের লেভেল ১ টার্ম ২ এর পূর্বের শিডিউলকৃত পরীক্ষার অনলাইনে যথাযথ ডিএলসহ রিশিডিউল করা। তবে ১৭,১৮, ১৯ ব্যাচসমূহের যথাক্রমে ৩-২ টার্ম,২-২ টার্ম,১-২ টার্মের পরীক্ষা গ্রহণ না করেই পরবর্তী টার্মের ক্লাস শুরু করার নির্দেশ না দেওয়া।
সকল ব্যাচের চলতি লেভেলের টার্ম ফাইনাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে বিভিন্ন বর্ষের শর্ট বা সেলফস্টাডি পরীক্ষা নেওয়া। সকল পরীক্ষার শিডিউল-একাডেমিক ক্যালেন্ডার আকারে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রকাশ করা। অনলাইন পরীক্ষা চলাকালীন যদি কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হয় তাহলে সেই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে না চাইলে অপারগ হলে তাঁকে অকৃতকার্য হিসেবে গণ্য না করা। বিদ্যমান করোনা বাস্তবতা বিচারে বিভাগগুলোর এটাচমেন্ট স্বল্পসময়ের মধ্যে সম্পন্ন করা বা এটাচমেন্টের বিকল্প পদ্ধতি গ্রহণ করা।
অনলাইন পরীক্ষায় অংশগ্রহণে যাদের ডিভাইসের সংকট থাকবে তাদের জন্য জরুরি ভিত্তিতে লোনের ব্যবস্থা করা। এ ছাড়া চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে এলে শিক্ষার্থীদের পুনরায় আবাসিক হলে ফিরিয়ে এনে গতানুগতিক অফলাইন পদ্ধতিতে কার্যক্রম শুরু করার দাবি জানায় শিক্ষার্থীরা।
এসব দাবি জানিয়ে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম একাডেমিক কাউন্সিল ডেকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বাস দেন।
এ সময় সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার পরামর্শ দেন উপাচার্য। উপাচার্যের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা হলে ফিরে যান।
উল্লেখ্য, চুয়েটে এরই মধ্যে শেখ রাসেল হল, শামসেন নাহার হলসহ ড. কুদরতে খুদা হলে ৪ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থীর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ৭ দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সকল ব্যাচের শিক্ষার্থীরা। এ ছাড়া তাঁরা পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন। আজ রোববার শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
চুয়েটের আবাসিক হলগুলোতে করোনা সংক্রমণের হার ক্রমাগত বেড়েই চলেছে ৷ এ ছাড়া অনেকেই করোনা উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় হলে অবস্থান করছেন। এমতাবস্থায় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রোববারের নির্ধারিত পরীক্ষা বর্জন করেছেন। তা ছাড়া আগামী ১৭,১৮ ও ১৯ জানুয়ারি থেকে যথাক্রমে তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বর্ষের পরীক্ষা শুরু হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে। সেসব পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হল-অফলাইন পরীক্ষার উপযুক্ত পরিবেশ না থাকায় অনলাইনে পরীক্ষা নেওয়া এবং যত দ্রুত সম্ভব চূড়ান্ত বর্ষের লেভেল ৪ টার্ম ১ এর অবশিষ্ট চারটি পরীক্ষা রিশিডিউল এবং লেভেল ৪ টার্ম ২ এর পরীক্ষাসমূহের শিডিউল ঘোষণা করা। তৃতীয় বর্ষের লেভেল ৩ টার্ম ২, দ্বিতীয় বর্ষের লেভেল ২ টার্ম ২ এবং প্রথম বর্ষের লেভেল ১ টার্ম ২ এর পূর্বের শিডিউলকৃত পরীক্ষার অনলাইনে যথাযথ ডিএলসহ রিশিডিউল করা। তবে ১৭,১৮, ১৯ ব্যাচসমূহের যথাক্রমে ৩-২ টার্ম,২-২ টার্ম,১-২ টার্মের পরীক্ষা গ্রহণ না করেই পরবর্তী টার্মের ক্লাস শুরু করার নির্দেশ না দেওয়া।
সকল ব্যাচের চলতি লেভেলের টার্ম ফাইনাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে বিভিন্ন বর্ষের শর্ট বা সেলফস্টাডি পরীক্ষা নেওয়া। সকল পরীক্ষার শিডিউল-একাডেমিক ক্যালেন্ডার আকারে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রকাশ করা। অনলাইন পরীক্ষা চলাকালীন যদি কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হয় তাহলে সেই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে না চাইলে অপারগ হলে তাঁকে অকৃতকার্য হিসেবে গণ্য না করা। বিদ্যমান করোনা বাস্তবতা বিচারে বিভাগগুলোর এটাচমেন্ট স্বল্পসময়ের মধ্যে সম্পন্ন করা বা এটাচমেন্টের বিকল্প পদ্ধতি গ্রহণ করা।
অনলাইন পরীক্ষায় অংশগ্রহণে যাদের ডিভাইসের সংকট থাকবে তাদের জন্য জরুরি ভিত্তিতে লোনের ব্যবস্থা করা। এ ছাড়া চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে এলে শিক্ষার্থীদের পুনরায় আবাসিক হলে ফিরিয়ে এনে গতানুগতিক অফলাইন পদ্ধতিতে কার্যক্রম শুরু করার দাবি জানায় শিক্ষার্থীরা।
এসব দাবি জানিয়ে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম একাডেমিক কাউন্সিল ডেকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বাস দেন।
এ সময় সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার পরামর্শ দেন উপাচার্য। উপাচার্যের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা হলে ফিরে যান।
উল্লেখ্য, চুয়েটে এরই মধ্যে শেখ রাসেল হল, শামসেন নাহার হলসহ ড. কুদরতে খুদা হলে ৪ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থীর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে