নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে নাজমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী পালিয়ে যাওয়া এক আসামির বোন।
গতকাল শনিবার (১৯ নভেম্বর) রাত ৯টায় চান্দগাঁও থানাধীন কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে তিন হিজড়াসহ হামলায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাব্বি ইসলাম রবিন ওরফে মনি হিজড়া (২২), ফরিদুল ইসলাম ওরফে সুন্দরী হিজড়া (২০), মো. বাদশা ওরফে ববিতা হিজড়া (১৮), আকলিমা আক্তার আঁখি (৩৫), আব্দুল জলিল (২০), দিল মোহাম্মদ (১৮), আব্দুর রহমান (১৮) ও মো. ইব্রাহিম (২৮)। এদের নিজ বাড়ি বিভিন্ন জেলায় হলেও তাঁরা নগরীর চান্দগাঁও থানাধীন হানিফের কলোনিতে থাকেন।
আজ রোববার (২০ নভেম্বর) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালুরঘাটে মাদক কারবার করে আসছেন হানিফ ও তাঁর সহযোগীরা। বিশেষ করে নদীপথে ইয়াবা পাচার করে আসছে এই সংঘবদ্ধ চক্রটি। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফসহ দুজকে গ্রেপ্তার করার পর পুলিশ ফাঁড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করা হয়।
ওসি মো. মাঈনুর রহমান বলেন, শনিবার রাতে হানিফ ও দেলোয়ারকে আটক করার পর হানিফের বোন নাজমার নেতৃত্বে বেশ কিছু যুবক কালুরঘাট ব্রিজের পশ্চিম পাশের রেলওয়ে মুরিং ঘাটে অবস্থান নেয়। সেখান থেকে সংঘবদ্ধ হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। এ সময় আত্মরক্ষার্থে ও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ এক নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
ওসি আরও জানান, নিহত নাজমা আক্তার পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়া আসামি হানিফের বোন বলে। এই ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক দুটি মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২১০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রাম নগরীতে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে নাজমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী পালিয়ে যাওয়া এক আসামির বোন।
গতকাল শনিবার (১৯ নভেম্বর) রাত ৯টায় চান্দগাঁও থানাধীন কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে তিন হিজড়াসহ হামলায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাব্বি ইসলাম রবিন ওরফে মনি হিজড়া (২২), ফরিদুল ইসলাম ওরফে সুন্দরী হিজড়া (২০), মো. বাদশা ওরফে ববিতা হিজড়া (১৮), আকলিমা আক্তার আঁখি (৩৫), আব্দুল জলিল (২০), দিল মোহাম্মদ (১৮), আব্দুর রহমান (১৮) ও মো. ইব্রাহিম (২৮)। এদের নিজ বাড়ি বিভিন্ন জেলায় হলেও তাঁরা নগরীর চান্দগাঁও থানাধীন হানিফের কলোনিতে থাকেন।
আজ রোববার (২০ নভেম্বর) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালুরঘাটে মাদক কারবার করে আসছেন হানিফ ও তাঁর সহযোগীরা। বিশেষ করে নদীপথে ইয়াবা পাচার করে আসছে এই সংঘবদ্ধ চক্রটি। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফসহ দুজকে গ্রেপ্তার করার পর পুলিশ ফাঁড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করা হয়।
ওসি মো. মাঈনুর রহমান বলেন, শনিবার রাতে হানিফ ও দেলোয়ারকে আটক করার পর হানিফের বোন নাজমার নেতৃত্বে বেশ কিছু যুবক কালুরঘাট ব্রিজের পশ্চিম পাশের রেলওয়ে মুরিং ঘাটে অবস্থান নেয়। সেখান থেকে সংঘবদ্ধ হয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। এ সময় আত্মরক্ষার্থে ও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ এক নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
ওসি আরও জানান, নিহত নাজমা আক্তার পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়া আসামি হানিফের বোন বলে। এই ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক দুটি মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২১০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৭ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪৩ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে