সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এক শ শয্যায় উন্নীত করা হবে। সেই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনটি ভেঙে সহসাই নির্মাণ করা হবে নতুন আধুনিক ভবন।
আজ শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি একেবারেই গোছানো ও পরিপাটি। যা দেখে আমি মুগ্ধ ও বিমোহিত হয়েছি।’ স্বাস্থ্য কমপ্লেক্সটিকে এক শ শয্যায় উন্নীত করার কার্যক্রম সহসাই বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী নিজের রক্তের নমুনা দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করান। পরে হাসপাতালের চলমান সেবার মান অব্যাহত রাখতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এস এম আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘আমায় প্রয়াত পিতা এবি এম আবুল কাসেম মাস্টারের প্রচেষ্টায় ২০১১ সালে স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০ শয্যা থেকে ৫০ শয্যার উন্নীত করা হয়। ওনার স্বপ্ন ছিল এটিকে ১০০ শয্যার উন্নীত করার।
তাঁর অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়িত করতে স্বাস্থ্য কমপ্লেক্সকে এক শ শয্যার উন্নীত করণে আমি মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছি। পাশাপাশি পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করেছি। তিনি আমার দাবির প্রতি সমর্থন জানিয়ে সহসাই তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেছেন।’
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ এস এম আল মামুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, পরিচালক (প্রশাসন) শামিউল ইসলাম, সিডিসি লাইন ডাইরেক্টর মো. নাজমুল ইসলাম মুন্না, বিভাগীয় (চট্টগ্রাম) পরিচালক মহিউদ্দিন, সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন প্রমুখ।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এক শ শয্যায় উন্নীত করা হবে। সেই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনটি ভেঙে সহসাই নির্মাণ করা হবে নতুন আধুনিক ভবন।
আজ শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি একেবারেই গোছানো ও পরিপাটি। যা দেখে আমি মুগ্ধ ও বিমোহিত হয়েছি।’ স্বাস্থ্য কমপ্লেক্সটিকে এক শ শয্যায় উন্নীত করার কার্যক্রম সহসাই বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী নিজের রক্তের নমুনা দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করান। পরে হাসপাতালের চলমান সেবার মান অব্যাহত রাখতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য এস এম আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘আমায় প্রয়াত পিতা এবি এম আবুল কাসেম মাস্টারের প্রচেষ্টায় ২০১১ সালে স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০ শয্যা থেকে ৫০ শয্যার উন্নীত করা হয়। ওনার স্বপ্ন ছিল এটিকে ১০০ শয্যার উন্নীত করার।
তাঁর অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়িত করতে স্বাস্থ্য কমপ্লেক্সকে এক শ শয্যার উন্নীত করণে আমি মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছি। পাশাপাশি পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করেছি। তিনি আমার দাবির প্রতি সমর্থন জানিয়ে সহসাই তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেছেন।’
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ এস এম আল মামুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, পরিচালক (প্রশাসন) শামিউল ইসলাম, সিডিসি লাইন ডাইরেক্টর মো. নাজমুল ইসলাম মুন্না, বিভাগীয় (চট্টগ্রাম) পরিচালক মহিউদ্দিন, সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন প্রমুখ।

ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
৭ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৩১ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযান চলাকালে মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত করা হচ্ছে। কেননা তাঁর পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, অভিযান চালানো সেনাসদস্যদের নির্যাতনে মারা গেছেন ডাবলু।
৩৪ মিনিট আগে