Ajker Patrika

৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কাস্টমসে খেজুর শুল্কায়ন শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ২১: ৫৩
৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কাস্টমসে খেজুর শুল্কায়ন শুরু

চট্টগ্রাম কাস্টমসে খেজুর শুল্কায়নে রেফারেন্স ভ্যালু (দাম) দ্বিগুণ করার পাঁচ দিন পর আবার খেজুরের শুল্কায়ন শুরু হয়েছে। আজ সোমবার থেকে উন্নতমানের খেজুর চার ডলার, মাঝারি মানের খেজুর দুই ডলার এবং সাধারণ খেজুর এক ডলার ভ্যালুতে (দাম) এ শুল্কায়ন শুরু হয়। এর আগে কার্টুন আনা খেজুরের ভ্যালু প্রতি কেজি এক ডলার ও বস্তায় আনা খেজুর ৫০ (পঞ্চাশ সেন্ট) শুল্কায়ন হতো। 

বিষয়টি নিশ্চিত করে কাস্টমসের শুল্কায়ন গ্রুপ-১ / (এ) এর রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের আলোকে খেজুরের ভ্যালু বাড়ানো হয়েছে। আজ ৩৫ থেকে ৪০ (কনসাইনমেন্ট) চালান শুল্কায়ন সম্পন্ন হয়েছে।’ 

গত বুধবার থেকে কাস্টমসে শুল্কায়নের ক্ষেত্রে খেজুরের ভ্যালু (দাম) দ্বিগুণ করায় আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্টরা গতকাল পর্যন্ত খেজুরের শুল্কায়ন বন্ধ রাখে। ফলে রমজানে বিক্রির জন্য আনা প্রায় দুই শতাধিক কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আটকে যায়। 

বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোটার অ্যাসোসিয়েশন সভাপতি মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। আমাদের প্রায় তিন হাজার মেট্রিক টন খেজুর চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে। আরও খেজুর আমদানি পাইপ লাইনে রয়েছে। রোজার কথা চিন্তা করে আমরা কাস্টমসের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ 

সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সোনারগাঁও অ্যাসোসিয়েটস লিমিটেডের মালিক মো. বোরহান উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমাদের ১০০টি (৪০ ফুট) খেজুরের কন্টেইনার শুল্কায়ন করা হয়েছে। ফলে বাজারে রোজায় আর খেজুরের সংকট হবে না।’ 

উল্লেখ্য, খেজুরের আমদানি শুল্ক হার আড়াই কেজির কম ওজনের প্যাকেট ২৫ শতাংশ এবং আড়াই কেজির বেশি ওজনের বস্তা বা কাটুন ১০ শতাংশ হারে বিদ্যমান আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত