নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ২১ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে এক তরুণ গ্রেপ্তার হয়েছেন।
অভিযুক্ত শাফায়েত উল্লাহ আকাশ (১৯) সাতকানিয়া উপজেলার দেওদীঘি গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে নগরের চকবাজার থানা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়। ভুক্তভোগী তরুণী (১৮) নগরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
আজ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, আড়াই মাস আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শাফায়েতের সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামি সুকৌশলে ওই ছাত্রীর কাছ থেকে কিছু ছবি নিয়ে রাখেন। এরপর ছবিগুলো সম্পাদনা করে আপত্তিকর ও অশ্লীল করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর হুমকি দিয়ে তরুণীকে নগদ টাকা ও স্বর্ণালংকার দিতে বলেন। এতে তিনি আতঙ্কিত হয়ে ৫ মার্চ থেকে বিভিন্ন সময় মায়ের স্বর্ণালংকার সরিয়ে শাফায়াতের হাতে তুলে দেন। এভাবে ভুক্তভোগী তরুণীর কাছ থেকে ২১ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন ওই তরুণ। পাশাপাশি নগদ ১ লাখ ৬০ হাজার টাকাও আত্মসাৎ করেন।
ডিসি আলমগীর বলেন, দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে এভাবে স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের ঘটনা নিয়ে ভুক্তভোগী কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাফায়াতকে আটক করে। পরে তাঁর দেখানো মতে ১৬ ভরি স্বর্ণালংকার ও অলংকার বিক্রির নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়। আজ শুক্রবার এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে এক তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ২১ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে এক তরুণ গ্রেপ্তার হয়েছেন।
অভিযুক্ত শাফায়েত উল্লাহ আকাশ (১৯) সাতকানিয়া উপজেলার দেওদীঘি গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে নগরের চকবাজার থানা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়। ভুক্তভোগী তরুণী (১৮) নগরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
আজ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সিএমপির দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, আড়াই মাস আগে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শাফায়েতের সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আসামি সুকৌশলে ওই ছাত্রীর কাছ থেকে কিছু ছবি নিয়ে রাখেন। এরপর ছবিগুলো সম্পাদনা করে আপত্তিকর ও অশ্লীল করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর হুমকি দিয়ে তরুণীকে নগদ টাকা ও স্বর্ণালংকার দিতে বলেন। এতে তিনি আতঙ্কিত হয়ে ৫ মার্চ থেকে বিভিন্ন সময় মায়ের স্বর্ণালংকার সরিয়ে শাফায়াতের হাতে তুলে দেন। এভাবে ভুক্তভোগী তরুণীর কাছ থেকে ২১ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেন ওই তরুণ। পাশাপাশি নগদ ১ লাখ ৬০ হাজার টাকাও আত্মসাৎ করেন।
ডিসি আলমগীর বলেন, দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে এভাবে স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের ঘটনা নিয়ে ভুক্তভোগী কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাফায়াতকে আটক করে। পরে তাঁর দেখানো মতে ১৬ ভরি স্বর্ণালংকার ও অলংকার বিক্রির নগদ ৫ লাখ টাকা জব্দ করা হয়। আজ শুক্রবার এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে