লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে তরমুজ ও কলাসহ বিভিন্ন নিত্য পণ্যের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ জনকে ১৪ মামলায় ১ লাখ ৬৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথভাবে এই অভিযান চালান তিনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ৮ জনকে ৮ মামলায় ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেন। আর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ৬ জনকে ৬ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের স্টাফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতের এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার পদুয়াসহ তেওয়ারী হাটে তরমুজ ও কলাসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে অভিযান চালান। মূল্যতালিকা ছাড়া ও অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
ক্রেতারা জানান, রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের অস্বাভাবিক দামে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ফলে দ্রব্যমূল্যের এই অস্বাভাবিক মূল্য ঠেকাতে বাজারে নিয়মিত অভিযান চালান দরকার।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, মূল্য তালিকা ছাড়া ও অধিক মূল্যে পণ্য বিক্রি করার দায়ে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পদুয়া বাজারে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার পদুয়া বাজারে নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়েছে। তরমুজ ও কলাসহ সকল দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শন পূর্বক পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে তরমুজ ও কলাসহ বিভিন্ন নিত্য পণ্যের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ জনকে ১৪ মামলায় ১ লাখ ৬৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথভাবে এই অভিযান চালান তিনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ৮ জনকে ৮ মামলায় ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেন। আর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ৬ জনকে ৬ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের স্টাফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতের এই দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার পদুয়াসহ তেওয়ারী হাটে তরমুজ ও কলাসহ বিভিন্ন নিত্যপণ্যের দোকানে অভিযান চালান। মূল্যতালিকা ছাড়া ও অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
ক্রেতারা জানান, রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিত্যপণ্যের অস্বাভাবিক দামে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ফলে দ্রব্যমূল্যের এই অস্বাভাবিক মূল্য ঠেকাতে বাজারে নিয়মিত অভিযান চালান দরকার।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, মূল্য তালিকা ছাড়া ও অধিক মূল্যে পণ্য বিক্রি করার দায়ে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার পদুয়া বাজারে তরমুজ, কলাসহ নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু জানান, রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার পদুয়া বাজারে নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়েছে। তরমুজ ও কলাসহ সকল দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শন পূর্বক পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে