Ajker Patrika

পুলিশের ভয়ে পানির ট্যাংকে লুকানো আওয়ামী লীগের সাবেক নেত্রী গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭: ৩৩
পুলিশের ভয়ে পানির ট্যাংকে লুকানো আওয়ামী লীগের সাবেক নেত্রী গ্রেপ্তার
নাজনীন সরওয়ার কাবেরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি ভবনের পানির ট্যাংকে লুকানো অবস্থায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) সোলতানা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে নাজনীন সরওয়ার কাবেরীকে আমরা হেফাজতে নিয়েছি। তাঁর বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, অভিযানের খবর পেয়ে নাজনীন সরওয়ার কাবেরী চকবাজার থানার দেবপাহাড় এলাকায় নিজ বাসার ছাদে থাকা একটি পানিশূন্য গাজী পানির ট্যাংকে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে তাঁকে আটক করা হয়।

নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সর্বশেষ কক্সবাজার-৩ ও কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমল ও রামুর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের বোন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত