নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানের রুমা উপজেলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে গেছে তারা।
ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে মসজিদ থেকে তুলে নিয়ে যান কেএনএফ। মসজিদে উপস্থিত থাকা ইমাম নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এশার নামাজ শেষ করে দেখি সেনাবাহিনীর পোশাক পরা কিছু লোক দাঁড়িয়েছে। তারা আমাদের বলেন কেউ নড়া-চড়া করবা না। সবার মোবাইল দিয়ে দাও। এক প্রকার আমাদের জিম্মি করে ফেলে তারা। আমাদের মোবাইল কেড়ে নিয়ে গেল।’
নুর ইসলাম বলেন, ‘এরপর তারা ব্যাংকের ম্যানেজারকে খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না, তখন ব্যাংকের যে পুলিশ ছিল মানে ইনচার্জ ছিল তাকে নিয়ে এসে মারধর করে ম্যানেজারকে শনাক্ত করে।’
আপনাদের মধ্য ভয় কাজ করছিল কি না— এমন প্রশ্নের জবাবে ইমাম বলেন, ‘সবাই কলমা পড়তেছিলাম, মউতের কলমা পড়তেছিলাম। খালি আমি একা নয় সবাই।’
অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘অমরা তিন রাকাত নামাজ শেষ করার পর সন্ত্রাসীরা মসজিতে আসে। এরপর আমাদের মোবাইল নিয়ে যায়। ৭ থেকে ৮ জন লোক আমাদের মসজিদে ঢুকছিল সেনাবাহিনীর পোশাক পরা, জুতা পরা। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল।’
তিনি বলেন, ‘এক ঘণ্টা আমাদের জিম্মি করে রাখে। এ সময় আমাদের নামাজ পরতে দেয় নাই। এর একটা শব্দ হইছে তখন তারা বের হয়ে গেছে। কিসের শব্দ সেটা জানি না, তাদের সিগনাল হতে পারে।’

বান্দরবানের রুমা উপজেলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে গেছে তারা।
ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে মসজিদ থেকে তুলে নিয়ে যান কেএনএফ। মসজিদে উপস্থিত থাকা ইমাম নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এশার নামাজ শেষ করে দেখি সেনাবাহিনীর পোশাক পরা কিছু লোক দাঁড়িয়েছে। তারা আমাদের বলেন কেউ নড়া-চড়া করবা না। সবার মোবাইল দিয়ে দাও। এক প্রকার আমাদের জিম্মি করে ফেলে তারা। আমাদের মোবাইল কেড়ে নিয়ে গেল।’
নুর ইসলাম বলেন, ‘এরপর তারা ব্যাংকের ম্যানেজারকে খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না, তখন ব্যাংকের যে পুলিশ ছিল মানে ইনচার্জ ছিল তাকে নিয়ে এসে মারধর করে ম্যানেজারকে শনাক্ত করে।’
আপনাদের মধ্য ভয় কাজ করছিল কি না— এমন প্রশ্নের জবাবে ইমাম বলেন, ‘সবাই কলমা পড়তেছিলাম, মউতের কলমা পড়তেছিলাম। খালি আমি একা নয় সবাই।’
অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘অমরা তিন রাকাত নামাজ শেষ করার পর সন্ত্রাসীরা মসজিতে আসে। এরপর আমাদের মোবাইল নিয়ে যায়। ৭ থেকে ৮ জন লোক আমাদের মসজিদে ঢুকছিল সেনাবাহিনীর পোশাক পরা, জুতা পরা। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল।’
তিনি বলেন, ‘এক ঘণ্টা আমাদের জিম্মি করে রাখে। এ সময় আমাদের নামাজ পরতে দেয় নাই। এর একটা শব্দ হইছে তখন তারা বের হয়ে গেছে। কিসের শব্দ সেটা জানি না, তাদের সিগনাল হতে পারে।’

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পীর নির্দেশে হাদিকে হত্যা করা হয়।
১০ মিনিট আগে
রাজশাহীর বাঘায় রয়েল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলিসহ আটক করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রয়েল হোসেন উপজেলা পানিকামড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
৩৫ মিনিট আগে
চার মাস আগে নিজ এলাকা ছেড়ে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন আরিফা ও রিফাত। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে তাঁদের তেমন যোগাযোগ ছিল না। তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো। গতকাল রাতে হঠাৎ কান্না ও চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন গিয়ে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় আরিফাকে পড়ে থাকতে দেখেন।
৪০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
৪৪ মিনিট আগে