কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপোসংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী তাহসিনের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকাসংলগ্ন কর্ণফুলী নদীতে শিশুটির লাশ ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় জেলেরা নদীতীরের কাছাকাছি নিয়ে আসেন। পরে সকাল সাড়ে ৭টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।
তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেমের ছেলে।
চন্দ্রঘোনা থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর সকাল সাড়ে ৯টায় আমিসহ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছাই। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার বাসিন্দারা শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে আমাকে খবর দিলে সঙ্গে সঙ্গে সেই স্থানে যাই। আমি ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাই। পরে সকাল সাড়ে ৭টার দিকে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।’
বগারচর হাক্কানি হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, হেফজ বিভাগে অধ্যয়নরত শিশু তাহসিন গত শনিবার বেলা ৩টায় কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে ছোট ডিঙি নৌকায় করে কর্ণফুলী নদী পার হচ্ছিল। এ সময় কেপিএম কয়লার ডিপো এলাকাসংলগ্ন নদীতে পড়ে যায়।
উল্লেখ্য, গত তিন দিন ধরে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে ১৫ সদস্যের নৌ ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় কাপ্তাই থানার পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করেন।

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপোসংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী তাহসিনের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকাসংলগ্ন কর্ণফুলী নদীতে শিশুটির লাশ ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় জেলেরা নদীতীরের কাছাকাছি নিয়ে আসেন। পরে সকাল সাড়ে ৭টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।
তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেমের ছেলে।
চন্দ্রঘোনা থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর সকাল সাড়ে ৯টায় আমিসহ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছাই। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার বাসিন্দারা শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে আমাকে খবর দিলে সঙ্গে সঙ্গে সেই স্থানে যাই। আমি ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাই। পরে সকাল সাড়ে ৭টার দিকে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।’
বগারচর হাক্কানি হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, হেফজ বিভাগে অধ্যয়নরত শিশু তাহসিন গত শনিবার বেলা ৩টায় কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে ছোট ডিঙি নৌকায় করে কর্ণফুলী নদী পার হচ্ছিল। এ সময় কেপিএম কয়লার ডিপো এলাকাসংলগ্ন নদীতে পড়ে যায়।
উল্লেখ্য, গত তিন দিন ধরে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে ১৫ সদস্যের নৌ ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় কাপ্তাই থানার পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে