কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে রেশমা আকতার (১৮) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর স্বামী মোহাম্মদ ইব্রাহিমকে (১৯) উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেশমার ফুফুর পরিবারের দাবি, তাঁর বাড়িতে বেড়াতে আসা ভাতিজিকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাঁর স্বামী ইব্রাহিম।
নিহত রেশমা নোয়াখালী মাইজদী এলাকার মৃত ইউসুফের মেয়ে। গত বছর সিলেট এলাকার মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয় তাঁর। এই দম্পতির ৮ মাসের এক শিশুসন্তান আছে। জানা গেছে, বিয়ের পর থেকে বিভিন্ন জায়গায় থেকেছে এই দম্পতি। ১৩ দিন আগে স্বামী-সন্তান নিয়ে ফুফুর বাড়িতে এসেছিলেন রেশমা। সেখানে থেকে তাঁর বেকার স্বামীর জন্য একটা কাজের ব্যবস্থা করার চিন্তা ছিল।
ফুফু পিয়ারা বেগম (২৬) বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দুজনই চাকরি করি। ১৩ দিন আগে স্বামী-সন্তানকে নিয়ে আমার ভাড়া বাসায় বেড়াতে আসে রেশমা। আমাদের একটি কক্ষে তাদের থাকতে দিই। আজ সকালে চাকরিতে চলে যাই আমরা। রেশমার ৮ মাসের শিশুটিকে আমার ছেলেমেয়ের কাছে রাখতে দিয়েছিল। বিকেলে ঘরে এসে দেখি, ভেতর থেকে দরজা বন্ধ। ঘরের টিনে ঝুলছিল ভাতিজির স্বামী। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের টিন কেটে তাকে উদ্ধার করি। অন্য একটি কক্ষে আমার ভাতিজির গলাকাটা লাশ দেখতে পাই।’
পিয়ারা বেগমের স্বামী মোহাম্মদ সবুজ (৩০) বলেন, ‘গত ১৩ দিনে একবারও তাদের ঝগড়াঝাঁটি করতে দেখি নাই আমরা। বন্ধ ঘরের মধ্যে নিজের স্ত্রীকে গলা কেটে সে আত্মহত্যার চেষ্টা করেছিল। আমরা ঘরের টিন কেটে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কেন যে এখানে এসে এই ঘটনা ঘটাল, বুঝতে পারছি না।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চমেকের মর্গে পাঠিয়েছে এবং আহত স্বামীকেও হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

চট্টগ্রামের কর্ণফুলীতে রেশমা আকতার (১৮) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর স্বামী মোহাম্মদ ইব্রাহিমকে (১৯) উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেশমার ফুফুর পরিবারের দাবি, তাঁর বাড়িতে বেড়াতে আসা ভাতিজিকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাঁর স্বামী ইব্রাহিম।
নিহত রেশমা নোয়াখালী মাইজদী এলাকার মৃত ইউসুফের মেয়ে। গত বছর সিলেট এলাকার মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয় তাঁর। এই দম্পতির ৮ মাসের এক শিশুসন্তান আছে। জানা গেছে, বিয়ের পর থেকে বিভিন্ন জায়গায় থেকেছে এই দম্পতি। ১৩ দিন আগে স্বামী-সন্তান নিয়ে ফুফুর বাড়িতে এসেছিলেন রেশমা। সেখানে থেকে তাঁর বেকার স্বামীর জন্য একটা কাজের ব্যবস্থা করার চিন্তা ছিল।
ফুফু পিয়ারা বেগম (২৬) বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দুজনই চাকরি করি। ১৩ দিন আগে স্বামী-সন্তানকে নিয়ে আমার ভাড়া বাসায় বেড়াতে আসে রেশমা। আমাদের একটি কক্ষে তাদের থাকতে দিই। আজ সকালে চাকরিতে চলে যাই আমরা। রেশমার ৮ মাসের শিশুটিকে আমার ছেলেমেয়ের কাছে রাখতে দিয়েছিল। বিকেলে ঘরে এসে দেখি, ভেতর থেকে দরজা বন্ধ। ঘরের টিনে ঝুলছিল ভাতিজির স্বামী। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের টিন কেটে তাকে উদ্ধার করি। অন্য একটি কক্ষে আমার ভাতিজির গলাকাটা লাশ দেখতে পাই।’
পিয়ারা বেগমের স্বামী মোহাম্মদ সবুজ (৩০) বলেন, ‘গত ১৩ দিনে একবারও তাদের ঝগড়াঝাঁটি করতে দেখি নাই আমরা। বন্ধ ঘরের মধ্যে নিজের স্ত্রীকে গলা কেটে সে আত্মহত্যার চেষ্টা করেছিল। আমরা ঘরের টিন কেটে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কেন যে এখানে এসে এই ঘটনা ঘটাল, বুঝতে পারছি না।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চমেকের মর্গে পাঠিয়েছে এবং আহত স্বামীকেও হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

সমাবেশে বক্তারা বলেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।
১১ মিনিট আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র দাসকে হত্যার ঘটনায় বরিশাল র্যাব-৮ ও কিশোরগঞ্জ র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে।রোববার (৪ জানুয়ারি) রাতে মাদারীপুর র্যাব ক্যাম্পে এই ব্যাপারে সংবাদ সম্মেলন করেন বরিশাল র্যাব-৮-এর কমান্ডার অধিনায়ক মুহাম্মদ শাহাদত হোসেন।
১৮ মিনিট আগে
রাজধানীর উত্তরায় উড়ালসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তৌফিকুর রহমান (১৮) নামের এক পুলিশ কর্মকর্তার ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মো. মারুফ (২১) নামের আরেক যুবক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুরের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) উড়ালসড়কে শনিবার (৩ জানুয়ারি) রাতে...
৩১ মিনিট আগে
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য ১৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এ ছাড়া ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে