কক্সবাজার প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় আবারও টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ উপজেলা প্রশাসন এ রুটে সব ধরনের নৌচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন অন্তত তিন শতাধিক পর্যটক।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দ্বীপে তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আটকে পড়া পর্যটকেরা যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয় সে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আদনান বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আজ মঙ্গলবার দুপুরের পর থেকে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে উপকূলের নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে।
আগামীকাল বুধবার সকালেও কক্সবাজার সাগর উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত অব্যাহত থাকলে সাগর উত্তাল থাকবে। এ কারণে বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পরীক্ষামূলকভাবে বার আউলিয়া নামে পর্যটকবাহী একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।
ওইদিন ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে বৈরী আবহাওয়ার কারণে শনি ও রোববার জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এই দুই দিন দ্বীপে দুই শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দুই দিন চলাচলের পর আবারও নৌযান বন্ধ রাখা হয়েছে।
ইউএনও বলেন, গত ৭ দিনে জাহাজটির চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি। চলতি মৌসুমে বৈরী আবহাওয়া না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচলে কোনো বাধা নেই। এ কারণে পরীক্ষণমূলক চলাচলের অনুমতি পাওয়া এমভি বার আউলিয় নিয়মিত চলাচল করবে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে সেন্ট মার্টিনে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার সকালে প্রায় ৪০০ পর্যটক সেন্ট মার্টিন গেছেন। ফিরতি জাহাজে অন্তত পাঁচ শতাধিক পর্যটক ফিরেছেন।

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় আবারও টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ উপজেলা প্রশাসন এ রুটে সব ধরনের নৌচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন অন্তত তিন শতাধিক পর্যটক।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দ্বীপে তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আটকে পড়া পর্যটকেরা যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয় সে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আদনান বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আজ মঙ্গলবার দুপুরের পর থেকে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে উপকূলের নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে।
আগামীকাল বুধবার সকালেও কক্সবাজার সাগর উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত অব্যাহত থাকলে সাগর উত্তাল থাকবে। এ কারণে বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পরীক্ষামূলকভাবে বার আউলিয়া নামে পর্যটকবাহী একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।
ওইদিন ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে বৈরী আবহাওয়ার কারণে শনি ও রোববার জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এই দুই দিন দ্বীপে দুই শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দুই দিন চলাচলের পর আবারও নৌযান বন্ধ রাখা হয়েছে।
ইউএনও বলেন, গত ৭ দিনে জাহাজটির চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি। চলতি মৌসুমে বৈরী আবহাওয়া না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচলে কোনো বাধা নেই। এ কারণে পরীক্ষণমূলক চলাচলের অনুমতি পাওয়া এমভি বার আউলিয় নিয়মিত চলাচল করবে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে সেন্ট মার্টিনে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার সকালে প্রায় ৪০০ পর্যটক সেন্ট মার্টিন গেছেন। ফিরতি জাহাজে অন্তত পাঁচ শতাধিক পর্যটক ফিরেছেন।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩০ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৪২ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে