নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিপাতে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টিপাতের কারণে কোনো কোনো সড়কে যান চলাচলে ধীর গতি ছিল।
চট্টগ্রামে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা আজকের পত্রিকাকে বলেন, গত ২৪ ঘণ্টায় (বুধবার বেলা ৩টা পর্যন্ত) চট্টগ্রামে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৬ মে পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজ বুধবারও দিনভর অব্যাহত থাকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা ২ নম্বর গেট, চকবাজার, ফুলতলা বাজার, কাতালগঞ্জ, ষোলোশহর, শুলকবহর, কাপাসগোলা, বাদুরতলা, ডিসি রোড ও পাঠানটুলী। এ ছাড়া আরও কিছু এলাকাও পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু সমান পানি উঠে যায়। এসব এলাকায় পানি মাড়িয়ে পথচারীসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়।
নগরের কাপাসগোলা এলাকার বাসিন্দা শাহনেওয়াজ বলেন, বৃষ্টিতে বাসার গলি পানিতে তলিয়ে গেছে। হাঁটুপানি পেরিয়ে বাসা থেকে কর্মস্থলে যেতে হয়েছে।
স্থানীয়রা জানান, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে নগরের বিভিন্ন এলাকার খাল খননের কাজ চলছে। এ ছাড়া নালাগুলো বিভিন্ন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
এদিকে বৃষ্টিপাতের কারণে নগরীর জাকির হোসেন রোড, জিইসি মোড়, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাটসহ বিভিন্ন সড়কে যান চলাচলে স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময় যানজট প্রকট আকার ধারণ করে।

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিপাতে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টিপাতের কারণে কোনো কোনো সড়কে যান চলাচলে ধীর গতি ছিল।
চট্টগ্রামে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা আজকের পত্রিকাকে বলেন, গত ২৪ ঘণ্টায় (বুধবার বেলা ৩টা পর্যন্ত) চট্টগ্রামে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৬ মে পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজ বুধবারও দিনভর অব্যাহত থাকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা ২ নম্বর গেট, চকবাজার, ফুলতলা বাজার, কাতালগঞ্জ, ষোলোশহর, শুলকবহর, কাপাসগোলা, বাদুরতলা, ডিসি রোড ও পাঠানটুলী। এ ছাড়া আরও কিছু এলাকাও পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু সমান পানি উঠে যায়। এসব এলাকায় পানি মাড়িয়ে পথচারীসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়।
নগরের কাপাসগোলা এলাকার বাসিন্দা শাহনেওয়াজ বলেন, বৃষ্টিতে বাসার গলি পানিতে তলিয়ে গেছে। হাঁটুপানি পেরিয়ে বাসা থেকে কর্মস্থলে যেতে হয়েছে।
স্থানীয়রা জানান, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে নগরের বিভিন্ন এলাকার খাল খননের কাজ চলছে। এ ছাড়া নালাগুলো বিভিন্ন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
এদিকে বৃষ্টিপাতের কারণে নগরীর জাকির হোসেন রোড, জিইসি মোড়, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাটসহ বিভিন্ন সড়কে যান চলাচলে স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময় যানজট প্রকট আকার ধারণ করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে