নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিপাতে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টিপাতের কারণে কোনো কোনো সড়কে যান চলাচলে ধীর গতি ছিল।
চট্টগ্রামে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা আজকের পত্রিকাকে বলেন, গত ২৪ ঘণ্টায় (বুধবার বেলা ৩টা পর্যন্ত) চট্টগ্রামে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৬ মে পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজ বুধবারও দিনভর অব্যাহত থাকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা ২ নম্বর গেট, চকবাজার, ফুলতলা বাজার, কাতালগঞ্জ, ষোলোশহর, শুলকবহর, কাপাসগোলা, বাদুরতলা, ডিসি রোড ও পাঠানটুলী। এ ছাড়া আরও কিছু এলাকাও পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু সমান পানি উঠে যায়। এসব এলাকায় পানি মাড়িয়ে পথচারীসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়।
নগরের কাপাসগোলা এলাকার বাসিন্দা শাহনেওয়াজ বলেন, বৃষ্টিতে বাসার গলি পানিতে তলিয়ে গেছে। হাঁটুপানি পেরিয়ে বাসা থেকে কর্মস্থলে যেতে হয়েছে।
স্থানীয়রা জানান, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে নগরের বিভিন্ন এলাকার খাল খননের কাজ চলছে। এ ছাড়া নালাগুলো বিভিন্ন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
এদিকে বৃষ্টিপাতের কারণে নগরীর জাকির হোসেন রোড, জিইসি মোড়, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাটসহ বিভিন্ন সড়কে যান চলাচলে স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময় যানজট প্রকট আকার ধারণ করে।

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিপাতে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বৃষ্টিপাতের কারণে কোনো কোনো সড়কে যান চলাচলে ধীর গতি ছিল।
চট্টগ্রামে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা আজকের পত্রিকাকে বলেন, গত ২৪ ঘণ্টায় (বুধবার বেলা ৩টা পর্যন্ত) চট্টগ্রামে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৬ মে পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজ বুধবারও দিনভর অব্যাহত থাকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা ২ নম্বর গেট, চকবাজার, ফুলতলা বাজার, কাতালগঞ্জ, ষোলোশহর, শুলকবহর, কাপাসগোলা, বাদুরতলা, ডিসি রোড ও পাঠানটুলী। এ ছাড়া আরও কিছু এলাকাও পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু সমান পানি উঠে যায়। এসব এলাকায় পানি মাড়িয়ে পথচারীসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়।
নগরের কাপাসগোলা এলাকার বাসিন্দা শাহনেওয়াজ বলেন, বৃষ্টিতে বাসার গলি পানিতে তলিয়ে গেছে। হাঁটুপানি পেরিয়ে বাসা থেকে কর্মস্থলে যেতে হয়েছে।
স্থানীয়রা জানান, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে নগরের বিভিন্ন এলাকার খাল খননের কাজ চলছে। এ ছাড়া নালাগুলো বিভিন্ন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
এদিকে বৃষ্টিপাতের কারণে নগরীর জাকির হোসেন রোড, জিইসি মোড়, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাটসহ বিভিন্ন সড়কে যান চলাচলে স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময় যানজট প্রকট আকার ধারণ করে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে