নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের কোতোয়ালিতে টানা বৃষ্টির মধ্যে খালে পাওয়া লাশের পরিচয় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে তাঁর পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেছেন।
ওই যুবক নগরের হালিশহর এলাকার বাসিন্দা কাজী মোহাম্মদ ইকবালের ছেলে আজিজুল হাকিম ইমন (২২)। ইমন নগরের ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানাধীন আছাদগঞ্জে শুঁটকিপট্টি এলাকায় চাক্তাই খাল থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়। যে জায়গা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়, সেখান থেকে বাসার দূরত্ব সড়কপথে সাড়ে পাঁচ কিলোমিটার।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের মরদেহের পরিচয় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করেন। নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের এয়াকুব আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এলাকায় তিনি পরিবারের সঙ্গে থাকতেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে।
ইমনের বাবা কাজী মোহাম্মদ ইকবাল জানিয়েছেন তাঁর ছেলে মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিহতের ছোট ভাই রেজাউল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে ভাইয়ের ছবি দেখে এলাকার লোকজন আমাদের খবর দেন। আমি নিজেও পরে ফেসবুকে দেখি। এরপর হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেছি। কীভাবে কী হলো কিছুই বুঝতেছি না।’
গতকাল জোহর নামাজ পড়তে বাসা থেকে বের হন আজিজুল হাকিম ইমন। এরপর তিনি আর ফেরেননি। বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু পায়নি। বাসা থেকে এত দূরে কীভাবে গেল তাঁরা বিষয়টি জানেন না।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেলে চাক্তাই খালে প্রচণ্ড স্রোত ছিল। এ সময় এক যুবককে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ওই যুবক কীভাবে পড়ল তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।’
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বাবুল পাল জানান, বিকেল পৌনে ৪টার দিকে সিসিটিভি ফুটেজে ওই যুবককে আসাদগঞ্জ থেকে চামড়া গুদামের দিকে যেতে দেখা গেছে। এর কয়েক মিনিটের মধ্যে স্থানীয় লোকজনের মধ্যে হইচই পড়ে যায়। কয়েকজনকে খালে লাফিয়ে পড়তে দেখা যায়। তখনই ওই যুবক খালে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম নগরের কোতোয়ালিতে টানা বৃষ্টির মধ্যে খালে পাওয়া লাশের পরিচয় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে তাঁর পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেছেন।
ওই যুবক নগরের হালিশহর এলাকার বাসিন্দা কাজী মোহাম্মদ ইকবালের ছেলে আজিজুল হাকিম ইমন (২২)। ইমন নগরের ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানাধীন আছাদগঞ্জে শুঁটকিপট্টি এলাকায় চাক্তাই খাল থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়। যে জায়গা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়, সেখান থেকে বাসার দূরত্ব সড়কপথে সাড়ে পাঁচ কিলোমিটার।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের মরদেহের পরিচয় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করেন। নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের এয়াকুব আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এলাকায় তিনি পরিবারের সঙ্গে থাকতেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে।
ইমনের বাবা কাজী মোহাম্মদ ইকবাল জানিয়েছেন তাঁর ছেলে মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিহতের ছোট ভাই রেজাউল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে ভাইয়ের ছবি দেখে এলাকার লোকজন আমাদের খবর দেন। আমি নিজেও পরে ফেসবুকে দেখি। এরপর হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেছি। কীভাবে কী হলো কিছুই বুঝতেছি না।’
গতকাল জোহর নামাজ পড়তে বাসা থেকে বের হন আজিজুল হাকিম ইমন। এরপর তিনি আর ফেরেননি। বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু পায়নি। বাসা থেকে এত দূরে কীভাবে গেল তাঁরা বিষয়টি জানেন না।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেলে চাক্তাই খালে প্রচণ্ড স্রোত ছিল। এ সময় এক যুবককে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ওই যুবক কীভাবে পড়ল তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।’
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বাবুল পাল জানান, বিকেল পৌনে ৪টার দিকে সিসিটিভি ফুটেজে ওই যুবককে আসাদগঞ্জ থেকে চামড়া গুদামের দিকে যেতে দেখা গেছে। এর কয়েক মিনিটের মধ্যে স্থানীয় লোকজনের মধ্যে হইচই পড়ে যায়। কয়েকজনকে খালে লাফিয়ে পড়তে দেখা যায়। তখনই ওই যুবক খালে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৫ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে