নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক মাদ্রাসাশিক্ষক চাকরি ছেড়ে চলে যাওয়ার পর তাঁর সঙ্গে প্রতিষ্ঠানটির সব শিক্ষার্থী চলে গেছে বলে জানা গেছে। চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকায় ওমর ইবনুল খাত্তাব (রা.) ইসলামী একাডেমী নামের মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে।
চাকরি ছেড়ে চলে যাওয়া ওই মাদ্রাসা শিক্ষকের নাম মাওলানা নুর উদ্দিন।
স্থানীয়রা জানায়, বর্তমানে শাপলা আবাসিক এলাকায় ইমাম নগর জামে মসজিদে মাদ্রাসাটির শিক্ষার্থীরা রয়েছে। ওমর ইবনুল খাত্তাব (রা.) ইসলামী একাডেমী মাদ্রাসা থেকে মসজিদটির দূরত্ব অন্তত ৭০ মিটার হবে।
মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, তাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অর্থদাতা মোহাম্মদ ওমর ফারুক মাদ্রাসার মাওলানা নুর উদ্দিনকে প্রধান পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। গত ১২ সেপ্টেম্বর মাদ্রাসার চাকরি ছেড়ে বেরিয়ে যান মাওলানা নুর উদ্দিন। মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, তিনি মাদ্রাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় সেখানে অধ্যয়নরত ১৫২ শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে ও প্রলোভিত করে তাঁর সঙ্গে অন্যত্র নিয়ে যান।
বর্তমানে মাদ্রাসাটির দায়িত্বে থাকা মাওলানা আল আমিন বলেন, ‘আমরা এই ঘটনায় থানায় একটা সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ আমাদের জিডি গ্রহণ করেনি। বর্তমানে আদালতে একটি মামলার প্রস্তুতি চলছে। কারণ বাচ্চাদের কিছু হলে আইনগতভাবে এর দায়ভার তো আমাদের নিতে হবে। সেসব শিক্ষার্থী এই মাদ্রাসার রেজিস্টার্ডভুক্ত।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে এই নামের কোনো মাদ্রাসার কেউ অভিযোগ নিয়ে আসেননি। আমি এই ঘটনা সম্পর্কে জানিও না।’ ওসি আরও বলেন, ‘থানায় প্রত্যেক নাগরিকের আইনগত সেবা পাওয়ার অধিকার রয়েছে। তাঁদের থানায় আসতে বলেন। তাঁদের অভিযোগ শুনে আমরা অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাওলানা নুর উদ্দিন বলেন, ‘সেখান থেকে শিক্ষার্থীদের আমি জোর করে নিয়ে আসেনি, তারা স্বেচ্ছায় আমার সঙ্গে চলে এসেছে। বর্তমানে আমি আলাদা একটি মাদ্রাসা গড়ে তুলছি।’ শিক্ষার্থীদের মসজিদে রাখার বিষয়ে নুর উদ্দিন বলেন, ‘আমি মসজিদের ইমাম। সেই হিসেবে এলাকাবাসীর সম্মতি নিয়ে শিক্ষার্থীদের আপাতত মসজিদের ভেতরে রাখা হচ্ছে। তাদের জন্য একটা স্থাপনা নির্মাণ করা হচ্ছে, সেটার কাজ শেষ হলে সেখানে সবাইকে নিয়ে যাওয়া হবে।’

চট্টগ্রামে এক মাদ্রাসাশিক্ষক চাকরি ছেড়ে চলে যাওয়ার পর তাঁর সঙ্গে প্রতিষ্ঠানটির সব শিক্ষার্থী চলে গেছে বলে জানা গেছে। চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকায় ওমর ইবনুল খাত্তাব (রা.) ইসলামী একাডেমী নামের মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে।
চাকরি ছেড়ে চলে যাওয়া ওই মাদ্রাসা শিক্ষকের নাম মাওলানা নুর উদ্দিন।
স্থানীয়রা জানায়, বর্তমানে শাপলা আবাসিক এলাকায় ইমাম নগর জামে মসজিদে মাদ্রাসাটির শিক্ষার্থীরা রয়েছে। ওমর ইবনুল খাত্তাব (রা.) ইসলামী একাডেমী মাদ্রাসা থেকে মসজিদটির দূরত্ব অন্তত ৭০ মিটার হবে।
মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, তাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অর্থদাতা মোহাম্মদ ওমর ফারুক মাদ্রাসার মাওলানা নুর উদ্দিনকে প্রধান পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। গত ১২ সেপ্টেম্বর মাদ্রাসার চাকরি ছেড়ে বেরিয়ে যান মাওলানা নুর উদ্দিন। মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, তিনি মাদ্রাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় সেখানে অধ্যয়নরত ১৫২ শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে ও প্রলোভিত করে তাঁর সঙ্গে অন্যত্র নিয়ে যান।
বর্তমানে মাদ্রাসাটির দায়িত্বে থাকা মাওলানা আল আমিন বলেন, ‘আমরা এই ঘটনায় থানায় একটা সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ আমাদের জিডি গ্রহণ করেনি। বর্তমানে আদালতে একটি মামলার প্রস্তুতি চলছে। কারণ বাচ্চাদের কিছু হলে আইনগতভাবে এর দায়ভার তো আমাদের নিতে হবে। সেসব শিক্ষার্থী এই মাদ্রাসার রেজিস্টার্ডভুক্ত।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে এই নামের কোনো মাদ্রাসার কেউ অভিযোগ নিয়ে আসেননি। আমি এই ঘটনা সম্পর্কে জানিও না।’ ওসি আরও বলেন, ‘থানায় প্রত্যেক নাগরিকের আইনগত সেবা পাওয়ার অধিকার রয়েছে। তাঁদের থানায় আসতে বলেন। তাঁদের অভিযোগ শুনে আমরা অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাওলানা নুর উদ্দিন বলেন, ‘সেখান থেকে শিক্ষার্থীদের আমি জোর করে নিয়ে আসেনি, তারা স্বেচ্ছায় আমার সঙ্গে চলে এসেছে। বর্তমানে আমি আলাদা একটি মাদ্রাসা গড়ে তুলছি।’ শিক্ষার্থীদের মসজিদে রাখার বিষয়ে নুর উদ্দিন বলেন, ‘আমি মসজিদের ইমাম। সেই হিসেবে এলাকাবাসীর সম্মতি নিয়ে শিক্ষার্থীদের আপাতত মসজিদের ভেতরে রাখা হচ্ছে। তাদের জন্য একটা স্থাপনা নির্মাণ করা হচ্ছে, সেটার কাজ শেষ হলে সেখানে সবাইকে নিয়ে যাওয়া হবে।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১০ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৫ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
৩১ মিনিট আগে