লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-গুলিবর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। ১৫ জানুয়ারি মামলা করা হলেও আজ সোমবার থানায় এটি রেকর্ড হয়। মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল মতিন, তিনি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের আবদুল হাকিমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, তার ভাই এ এস এম বিপ্লব ও আনোয়ার শাহাদাত শিবলু, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, বায়েজিদ ভুঁইয়া, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস, শেবাব নেওয়াজ, কাজী মামুনুর রশিদ বাবলু, আবু তালেব, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী প্রমুখ।
এজাহারে বাদী জানান, ৪ আগস্ট সকালে শহরের উত্তর তেমুহনী বাসস্ট্যান্ড এলাকায় প্রধান আসামি পিংকুর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে আসামিরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে।
এ সময় প্রধান আসামির রাইফেল থেকে ছোড়া তিনটি গুলি মতিনের পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান টিপুর ছোড়া দুটি গুলি তাঁর পেটে বিদ্ধ হয়।
এ ছাড়া এলোপাতাড়ি গুলিতে ৭০-৮০ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হন। অনেকে পঙ্গুত্ববরণ করেন। হামলাকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।
বাদী আবদুল মতিন বলেন, ‘হামলা ও গুলিতে আমি নিজেও আহত হয়েছি। তাই বিচারের আশায় থানায় মামলা করি। কিন্তু উল্লেখযোগ্য আসামি এখনো গ্রেপ্তার হয়নি। তবে অনেক আসামি সম্পর্কে আমার পুরোপুরি জানা নেই।’
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. হুমায়ুন বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করা হচ্ছে।

লক্ষ্মীপুরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-গুলিবর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। ১৫ জানুয়ারি মামলা করা হলেও আজ সোমবার থানায় এটি রেকর্ড হয়। মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল মতিন, তিনি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের আবদুল হাকিমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, তার ভাই এ এস এম বিপ্লব ও আনোয়ার শাহাদাত শিবলু, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, বায়েজিদ ভুঁইয়া, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস, শেবাব নেওয়াজ, কাজী মামুনুর রশিদ বাবলু, আবু তালেব, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী প্রমুখ।
এজাহারে বাদী জানান, ৪ আগস্ট সকালে শহরের উত্তর তেমুহনী বাসস্ট্যান্ড এলাকায় প্রধান আসামি পিংকুর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে আসামিরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে।
এ সময় প্রধান আসামির রাইফেল থেকে ছোড়া তিনটি গুলি মতিনের পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান টিপুর ছোড়া দুটি গুলি তাঁর পেটে বিদ্ধ হয়।
এ ছাড়া এলোপাতাড়ি গুলিতে ৭০-৮০ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হন। অনেকে পঙ্গুত্ববরণ করেন। হামলাকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।
বাদী আবদুল মতিন বলেন, ‘হামলা ও গুলিতে আমি নিজেও আহত হয়েছি। তাই বিচারের আশায় থানায় মামলা করি। কিন্তু উল্লেখযোগ্য আসামি এখনো গ্রেপ্তার হয়নি। তবে অনেক আসামি সম্পর্কে আমার পুরোপুরি জানা নেই।’
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. হুমায়ুন বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করা হচ্ছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে