চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীর মা ইয়াসমিন বেগম বাদী হয়ে অপহরণ চেষ্টার অভিযোগে তাদের নামে মামলা দায়ের করেন।
আসামিরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের অলি আহম্মেদের ছেলে মো. হৃদয় (২৬) ও পাশাকোট ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের শামসুল ইসলামের ছেলে কামরুল (১৯)।
চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত মামলায় শিক্ষার্থীর মা উল্লেখ করেন, বেশ কিছুদিন ধরে হৃদয় ও কামরুল নামে ওই দুই যুবক তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছিল। এ কারণে তাঁর মেয়ের মাদ্রাসায় যাওয়া প্রায় বন্ধ ছিল। গতকাল বুধবার সকালে তাঁর মেয়ের নির্বাচনী পরীক্ষা থাকায় মাদ্রাসায় নিয়ে যান তিনি। পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে বাসন্ডা রাস্তার মাথায় হৃদয় ও কামরুলসহ আরও দুজন মিলে গতিরোধ করেন। একপর্যায়ে তাঁর মেয়েকে জোরপূর্বক বেবিট্যাক্সিতে (অটোরিকশা) তুলে নেওয়ার চেষ্টা করেন আসামিরা। এ সময় আসামিদের বাধা দিলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে হৃদয় ও কামরুলকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক অনুপ চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় আনা হয়। আজ সকালে শিক্ষার্থীর মা ইয়াসমিন বেগম বাদী হয়ে অপহরণ চেষ্টার অভিযোগে হৃদয় ও কামরুলসহ অজ্ঞাত দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় দুই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীর মা ইয়াসমিন বেগম বাদী হয়ে অপহরণ চেষ্টার অভিযোগে তাদের নামে মামলা দায়ের করেন।
আসামিরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের অলি আহম্মেদের ছেলে মো. হৃদয় (২৬) ও পাশাকোট ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের শামসুল ইসলামের ছেলে কামরুল (১৯)।
চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত মামলায় শিক্ষার্থীর মা উল্লেখ করেন, বেশ কিছুদিন ধরে হৃদয় ও কামরুল নামে ওই দুই যুবক তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছিল। এ কারণে তাঁর মেয়ের মাদ্রাসায় যাওয়া প্রায় বন্ধ ছিল। গতকাল বুধবার সকালে তাঁর মেয়ের নির্বাচনী পরীক্ষা থাকায় মাদ্রাসায় নিয়ে যান তিনি। পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে বাসন্ডা রাস্তার মাথায় হৃদয় ও কামরুলসহ আরও দুজন মিলে গতিরোধ করেন। একপর্যায়ে তাঁর মেয়েকে জোরপূর্বক বেবিট্যাক্সিতে (অটোরিকশা) তুলে নেওয়ার চেষ্টা করেন আসামিরা। এ সময় আসামিদের বাধা দিলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে হৃদয় ও কামরুলকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক অনুপ চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় আনা হয়। আজ সকালে শিক্ষার্থীর মা ইয়াসমিন বেগম বাদী হয়ে অপহরণ চেষ্টার অভিযোগে হৃদয় ও কামরুলসহ অজ্ঞাত দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় দুই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে