Ajker Patrika

ভারতীয় নাচ অনুশীলনে বাধা দেওয়ায় মাকে খুন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভারতীয় নাচ অনুশীলনে বাধা দেওয়ায় মাকে খুন 

চট্টগ্রামে ভারতীয় নৃত্যশিল্পীর নাচ অনুশীলনে বাধা দেওয়ায় মেয়ে লাঠির আঘাতে মা আনোয়ারা বেগমের (৫৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ শনিবার অভিযুক্ত মেয়েকে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার পাহাড়তলী থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলার পর পুলিশ হেফাজতে নিলে সে খুনের বর্ণনা দেয়। 

পুলিশ জানায়, খুন হওয়া নারীর পালিত সন্তান সতেরো বছরের ওই মেয়ে। সে স্থানীয় একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

গত ২১ মে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম মারা যান। তিনি নগরীর পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী ছদু চৌধুরী রোডে চৌধুরী আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় মেয়েকে নিয়ে থাকতেন। তাঁদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। 

পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. মঈনুর রহমান বলেন, ‘নিহত আনোয়ারা বেগমের প্রথম সংসারে তিন ছেলে আছে। প্রথম স্বামী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। সেই সংসারে কোনো সন্তান না হওয়ায় মেয়েটিকে দত্তক আনেন। বছর খানিক আগে দ্বিতীয় স্বামীও মারা যান। দ্বিতীয় স্বামীর বোনের লন্ডন থেকে পাঠানো টাকা ও তিন ছেলের সাহায্য নিয়ে তিনি মেয়েকে নিয়ে থাকেন।’ 

তিনি বলেন, ‘মেয়েটি ছিল আনোয়ারা বেগমের আদরের। সব সময় তাকে চোখে চোখে রাখতেন। মেয়ে ইউটিউবের ভিডিও দেখে বাসায় ইয়োগা, যোগাসনসহ বিভিন্ন ধরনের যোগব্যায়াম শুরু করে। একই সঙ্গে ভারতীয় নৃত্যশিল্পী মালবিকা সেনের ভিডিও দেখে তার নাচের মুদ্রা অনুশীলন করত। তিনি এসব পছন্দ করতেন না। তাঁর সন্দেহ হয়, মেয়ে অমুসলিম কোনো ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে। এ নিয়ে তাদের মধ্যে কয়েক দিন ধরে মনোমালিন্য চলছিল।’ 

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘গত ২০ মে বিকেলে মেয়ে প্রাইভেট কোচিং শেষে বাসায় ফেরার পর নাচের মুদ্রা অনুশীলন শুরু করে। তখন আনোয়ারা বেগম বাধা দিলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে মেয়ে কাঠের টুকরা দিয়ে মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে অজ্ঞান হয়ে যান তিনি। ঘটনার পর মেয়ে কাঠের টুকরাটি রান্না ঘরের পাশে একটি পরিত্যক্ত ডোবায় ফেলে দেয়। আমরা সেটিও উদ্ধার করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত