এমাম হোসেন এমাম, ফেনী

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে ছোড়া গুলিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে সীমান্তের জামছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে বিকেলে আরও ১৫০ জনসহ মোট ১৭৯ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
আহত সাবের আহমদ (৪৩) নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে বিজিপি ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে আজ সকালে দেশটির বিজিপির ২৯ সদস্য জামছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর বিকেল ৪টার দিকে আরও ১৫০ জন বিজিপি সদস্য আশ্রয় নিতে বাংলাদেশের দিকে আসতে দেখে স্থানীয়রা ভিড় জমান জামছড়ি সীমান্তবর্তী মসজিদ এলাকায়। এ সময় বিজিপি সদস্যদের লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি ছুড়লে একটি গুলি ইউপি সদস্য সাবের আহমেদের শরীরে লেগে আহত হন। তিনি এখন কক্সবাজার সদর হাসপাতালে আছেন।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, সীমান্তের জামছড়িতে স্থানীয় লোকজন জড়ো হলে সেখানে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ইউপি সদস্য সাবের আহত হন।
বান্দরবান জেলা প্রশাসক মো. মুজাহিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সকালে আশ্রিত ২৯ জন বিজিবি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। বাকিদের একই স্থানে রাখা হবে যদি সংকুলান হয়। তবে শিক্ষার ব্যাঘাত হয় এমন কোনো স্থানে না রাখতে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন। যাবতীয় প্রক্রিয়ার পর আগের মতো তাঁদের ফেরত পাঠানো হবে।
১৭৯ বিজিপি সদস্য বাংলাদেশে পালিয়ে আসার বিষয়ে বিজিবি গনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তাঁরা এখন ১১ বিজিবির তত্বাবধানে রয়েছেন।
এর আগে, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনাসহ ৩৩০ জনকে গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হয়।

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে ছোড়া গুলিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে সীমান্তের জামছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে বিকেলে আরও ১৫০ জনসহ মোট ১৭৯ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
আহত সাবের আহমদ (৪৩) নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে বিজিপি ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে আজ সকালে দেশটির বিজিপির ২৯ সদস্য জামছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর বিকেল ৪টার দিকে আরও ১৫০ জন বিজিপি সদস্য আশ্রয় নিতে বাংলাদেশের দিকে আসতে দেখে স্থানীয়রা ভিড় জমান জামছড়ি সীমান্তবর্তী মসজিদ এলাকায়। এ সময় বিজিপি সদস্যদের লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি ছুড়লে একটি গুলি ইউপি সদস্য সাবের আহমেদের শরীরে লেগে আহত হন। তিনি এখন কক্সবাজার সদর হাসপাতালে আছেন।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, সীমান্তের জামছড়িতে স্থানীয় লোকজন জড়ো হলে সেখানে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ইউপি সদস্য সাবের আহত হন।
বান্দরবান জেলা প্রশাসক মো. মুজাহিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সকালে আশ্রিত ২৯ জন বিজিবি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। বাকিদের একই স্থানে রাখা হবে যদি সংকুলান হয়। তবে শিক্ষার ব্যাঘাত হয় এমন কোনো স্থানে না রাখতে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন। যাবতীয় প্রক্রিয়ার পর আগের মতো তাঁদের ফেরত পাঠানো হবে।
১৭৯ বিজিপি সদস্য বাংলাদেশে পালিয়ে আসার বিষয়ে বিজিবি গনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তাঁরা এখন ১১ বিজিবির তত্বাবধানে রয়েছেন।
এর আগে, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনাসহ ৩৩০ জনকে গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হয়।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে