কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরসহ দুজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। নিহত কাউন্সিলর অনুসারীরা প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে নবগ্রামে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে শাহ আল ও সুমনের বাড়িতেও হামলা চালানো হয়।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাথুরিয়া পাড়ায় কাউন্সিলরের অফিসে কাউন্সিলর সোহেল তার নিজের অফিসে বসে রাজনৈতিক কর্মীদের নিয়ে একটি বৈঠক করছিলেন। এ সময় একদল মুখোশধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হন কাউন্সিলর এবং ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা। এ ঘটনায় কাউন্সিলর সোহেলের মাথাসহ শরীরে ৯টি এবং হরিপদ সাহার পেটে ও বুকে দুটি গুলি লাগে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক কাউন্সিলর সোহেল ও হরিপদকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, কাউন্সিলর সোহেলের নিহতের খবরে ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর পূর্ব পাড়া বউ বাজার এলাকার সুমন ও শাহালমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এ সময় বউ বাজার এলাকার কয়েকটি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তা ছাড়া ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেনের অফিস ও বাড়ি ভাঙচুর করা হয়।
মহানগর আওয়ামী লীগের ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হানিফ মিয়া জানান, পার্শ্ববতী ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর বউ বাজার এলাকার সুমন, শাহালমের নেতৃত্বে সন্ত্রাসী দল কাউন্সিলর সোহেলকে গুলি করে। পরে আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম বলেন, বেলা ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত শেষে সুজানগর এলাকায় নিজ বাড়িতে পাঠানো হয় কাউন্সিলর সোহেল ও হরিপদ দাসের মরদেহ। জানাজা ও শেষ কৃত্যের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরসহ দুজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। নিহত কাউন্সিলর অনুসারীরা প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে নবগ্রামে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে শাহ আল ও সুমনের বাড়িতেও হামলা চালানো হয়।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাথুরিয়া পাড়ায় কাউন্সিলরের অফিসে কাউন্সিলর সোহেল তার নিজের অফিসে বসে রাজনৈতিক কর্মীদের নিয়ে একটি বৈঠক করছিলেন। এ সময় একদল মুখোশধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হন কাউন্সিলর এবং ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা। এ ঘটনায় কাউন্সিলর সোহেলের মাথাসহ শরীরে ৯টি এবং হরিপদ সাহার পেটে ও বুকে দুটি গুলি লাগে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক কাউন্সিলর সোহেল ও হরিপদকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, কাউন্সিলর সোহেলের নিহতের খবরে ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর পূর্ব পাড়া বউ বাজার এলাকার সুমন ও শাহালমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এ সময় বউ বাজার এলাকার কয়েকটি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তা ছাড়া ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেনের অফিস ও বাড়ি ভাঙচুর করা হয়।
মহানগর আওয়ামী লীগের ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হানিফ মিয়া জানান, পার্শ্ববতী ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর বউ বাজার এলাকার সুমন, শাহালমের নেতৃত্বে সন্ত্রাসী দল কাউন্সিলর সোহেলকে গুলি করে। পরে আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম বলেন, বেলা ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত শেষে সুজানগর এলাকায় নিজ বাড়িতে পাঠানো হয় কাউন্সিলর সোহেল ও হরিপদ দাসের মরদেহ। জানাজা ও শেষ কৃত্যের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৫ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২৫ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৩ মিনিট আগে