কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরসহ দুজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। নিহত কাউন্সিলর অনুসারীরা প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে নবগ্রামে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে শাহ আল ও সুমনের বাড়িতেও হামলা চালানো হয়।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাথুরিয়া পাড়ায় কাউন্সিলরের অফিসে কাউন্সিলর সোহেল তার নিজের অফিসে বসে রাজনৈতিক কর্মীদের নিয়ে একটি বৈঠক করছিলেন। এ সময় একদল মুখোশধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হন কাউন্সিলর এবং ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা। এ ঘটনায় কাউন্সিলর সোহেলের মাথাসহ শরীরে ৯টি এবং হরিপদ সাহার পেটে ও বুকে দুটি গুলি লাগে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক কাউন্সিলর সোহেল ও হরিপদকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, কাউন্সিলর সোহেলের নিহতের খবরে ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর পূর্ব পাড়া বউ বাজার এলাকার সুমন ও শাহালমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এ সময় বউ বাজার এলাকার কয়েকটি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তা ছাড়া ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেনের অফিস ও বাড়ি ভাঙচুর করা হয়।
মহানগর আওয়ামী লীগের ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হানিফ মিয়া জানান, পার্শ্ববতী ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর বউ বাজার এলাকার সুমন, শাহালমের নেতৃত্বে সন্ত্রাসী দল কাউন্সিলর সোহেলকে গুলি করে। পরে আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম বলেন, বেলা ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত শেষে সুজানগর এলাকায় নিজ বাড়িতে পাঠানো হয় কাউন্সিলর সোহেল ও হরিপদ দাসের মরদেহ। জানাজা ও শেষ কৃত্যের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরসহ দুজন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। নিহত কাউন্সিলর অনুসারীরা প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে নবগ্রামে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে শাহ আল ও সুমনের বাড়িতেও হামলা চালানো হয়।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাথুরিয়া পাড়ায় কাউন্সিলরের অফিসে কাউন্সিলর সোহেল তার নিজের অফিসে বসে রাজনৈতিক কর্মীদের নিয়ে একটি বৈঠক করছিলেন। এ সময় একদল মুখোশধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হন কাউন্সিলর এবং ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা। এ ঘটনায় কাউন্সিলর সোহেলের মাথাসহ শরীরে ৯টি এবং হরিপদ সাহার পেটে ও বুকে দুটি গুলি লাগে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক কাউন্সিলর সোহেল ও হরিপদকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, কাউন্সিলর সোহেলের নিহতের খবরে ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর পূর্ব পাড়া বউ বাজার এলাকার সুমন ও শাহালমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এ সময় বউ বাজার এলাকার কয়েকটি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তা ছাড়া ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেনের অফিস ও বাড়ি ভাঙচুর করা হয়।
মহানগর আওয়ামী লীগের ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হানিফ মিয়া জানান, পার্শ্ববতী ১৬ নম্বর ওয়ার্ড সুজানগর বউ বাজার এলাকার সুমন, শাহালমের নেতৃত্বে সন্ত্রাসী দল কাউন্সিলর সোহেলকে গুলি করে। পরে আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম বলেন, বেলা ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে ময়নাতদন্ত শেষে সুজানগর এলাকায় নিজ বাড়িতে পাঠানো হয় কাউন্সিলর সোহেল ও হরিপদ দাসের মরদেহ। জানাজা ও শেষ কৃত্যের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৭ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে