নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহত হওয়ার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব সদর দপ্তর থেকে ওই ব্যক্তির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। র্যাব জানিয়েছে, পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের মামলার এজাহারে জসিমের নাম রয়েছে। র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়েছে, জাকির হোসেন জসিমকে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় পরদিন ২৯ অক্টোবর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই দিনই দুজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তাঁরা হলেন—শামীম রেজা ও মো. সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক। তাঁকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। সুলতানকে গ্রেপ্তার করা হয় ঢাকার ডেমরা এলাকা থেকে।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত ছয়টি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতা-কর্মীদের। সংঘর্ষে পুলিশের সদস্য আমিরুল ছাড়াও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। তাঁর নাম শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ছিলেন। সংঘর্ষের জেরে ওই দিন বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।
এর আগে এ ঘটনায় দায়ের করা মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ রাজাকে (২৮) গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে র্যাব তাঁকে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করে বলে জানান সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এস এম মাকসুদুর রহমান।

বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহত হওয়ার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব সদর দপ্তর থেকে ওই ব্যক্তির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। র্যাব জানিয়েছে, পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের মামলার এজাহারে জসিমের নাম রয়েছে। র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়েছে, জাকির হোসেন জসিমকে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় পরদিন ২৯ অক্টোবর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওই দিনই দুজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তাঁরা হলেন—শামীম রেজা ও মো. সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক। তাঁকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। সুলতানকে গ্রেপ্তার করা হয় ঢাকার ডেমরা এলাকা থেকে।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত ছয়টি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দলটির নেতা-কর্মীদের। সংঘর্ষে পুলিশের সদস্য আমিরুল ছাড়াও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। তাঁর নাম শামীম মিয়া। তিনি রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ছিলেন। সংঘর্ষের জেরে ওই দিন বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।
এর আগে এ ঘটনায় দায়ের করা মামলার আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ রাজাকে (২৮) গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে র্যাব তাঁকে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করে বলে জানান সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এস এম মাকসুদুর রহমান।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২৩ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৫ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে