তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছে। কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে আজ দুপুর আনুমানিক দুইটায় এ সংঘর্ষ হয়।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী আশরাফ এবং স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়েরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আলী আশরাফ সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী আবুল খায়েরের গ্রাম গোপালপুরে পোস্টার লাগাতে গেলে এ সংঘর্ষের শুরু হয়। এ ঘটনায় উভয় পক্ষের নেতা কর্মীদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধসহ মোট ১২ জন আহত হয়। ভাঙচুর করা হয়ে কয়েকটি ঘর। খবর পেয়ে তিতাস থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি দেশীয় পাইপ গান উদ্ধার করে।
আহতরা হলেন, অলিউল্লাহ (২৮), স্বপন মিয়া (২৬), রনি মিয়া (২৫), সোহাগ হোসেন (২৩), আরমান (১৬), মনু মিয়া (৩৫), আলম (২৭), মাসুদ (২২), ইয়ার খান (৪৫) ও রহিম (২০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আব্দুস সাত্তার, নসু মিয়া ও মিন্নত আকীর বসত ঘর ভাঙচুর করা হয়েছে।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মৃত্তিকা অথৈ বলেন, মারামারি করে আহত ১২ জন চিকিৎসার জন্য এসেছিল। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
সংঘর্ষের বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী আলী আশরাফ বলেন, সোমবার দুপুরে ছাত্রলীগ, যুবলীগ ও কর্মী সমর্থকেরা গোপালপুর গ্রামে নৌকা প্রতীকের প্রচারণায় গেলে স্বতন্ত্র প্রার্থী আবুল খায়েরের লোকজন আমার লোকজনের ওপর হামলা করে। গোপালপুরে আমার নির্বাচনী অফিসসহ প্রচারণায় ব্যবহৃত সিএনজি চালিত অটো রিকশা ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে পানিতে ফেলে দেয়। পরে পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গেলে আমার লোকজন নিরাপদে চলে আসে। পরে কে বা কারা মারামারি করেছে আমি তা বলতে পারব না।
এদিকে স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের বলেন, সোমবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আশরাফের লোকজন কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশায় আমার গ্রাম গোপালপুরে এসে আমার নির্বাচনী অফিস এবং কয়েকটি বসত ঘর ভাঙচুর করে। এ সময় আমার কয়েকজন কর্মী গুলিবিদ্ধ হয়।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। গোপালপুর গ্রামের চেয়ারম্যান বাড়ির পুকুর পাড় থেকে দুটি দেশীয় পাইপগান উদ্ধার করি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছে। কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে আজ দুপুর আনুমানিক দুইটায় এ সংঘর্ষ হয়।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী আশরাফ এবং স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়েরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আলী আশরাফ সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী আবুল খায়েরের গ্রাম গোপালপুরে পোস্টার লাগাতে গেলে এ সংঘর্ষের শুরু হয়। এ ঘটনায় উভয় পক্ষের নেতা কর্মীদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধসহ মোট ১২ জন আহত হয়। ভাঙচুর করা হয়ে কয়েকটি ঘর। খবর পেয়ে তিতাস থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি দেশীয় পাইপ গান উদ্ধার করে।
আহতরা হলেন, অলিউল্লাহ (২৮), স্বপন মিয়া (২৬), রনি মিয়া (২৫), সোহাগ হোসেন (২৩), আরমান (১৬), মনু মিয়া (৩৫), আলম (২৭), মাসুদ (২২), ইয়ার খান (৪৫) ও রহিম (২০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আব্দুস সাত্তার, নসু মিয়া ও মিন্নত আকীর বসত ঘর ভাঙচুর করা হয়েছে।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মৃত্তিকা অথৈ বলেন, মারামারি করে আহত ১২ জন চিকিৎসার জন্য এসেছিল। এদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
সংঘর্ষের বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী আলী আশরাফ বলেন, সোমবার দুপুরে ছাত্রলীগ, যুবলীগ ও কর্মী সমর্থকেরা গোপালপুর গ্রামে নৌকা প্রতীকের প্রচারণায় গেলে স্বতন্ত্র প্রার্থী আবুল খায়েরের লোকজন আমার লোকজনের ওপর হামলা করে। গোপালপুরে আমার নির্বাচনী অফিসসহ প্রচারণায় ব্যবহৃত সিএনজি চালিত অটো রিকশা ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে পানিতে ফেলে দেয়। পরে পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গেলে আমার লোকজন নিরাপদে চলে আসে। পরে কে বা কারা মারামারি করেছে আমি তা বলতে পারব না।
এদিকে স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের বলেন, সোমবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আশরাফের লোকজন কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশায় আমার গ্রাম গোপালপুরে এসে আমার নির্বাচনী অফিস এবং কয়েকটি বসত ঘর ভাঙচুর করে। এ সময় আমার কয়েকজন কর্মী গুলিবিদ্ধ হয়।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। গোপালপুর গ্রামের চেয়ারম্যান বাড়ির পুকুর পাড় থেকে দুটি দেশীয় পাইপগান উদ্ধার করি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে